૨ જ খ্ৰীনরোত্তম-ৰিলাস । রাধা গোপীনাথের দর্শন করাইল জীমাল প্রসাদ আনি নরোত্তমে দিল ॥ নরোত্তম করি গোপীনাথের দর্শন। যে রূপ হইল তা বর্ণিবে কোন জন ॥ ঐ জীব গোস্বামী দোছে লৈয়া তথা হইতে ভূগর্ভ গোস্বামী বাসা গেলেন ত্বরিতে ॥ । তেঁছে প্রেমময় মহাপণ্ডিত গভীর। লোকনাথ গোস্বামীর অভিন্ন শরীর ॥ চিন্তয়ে প্রভুর লীলা নির্জনে বসিয়া। ঐজীব গোস্বামী তথা মিলিলেন গিয় ॥ গোস্বামীর হইল পরম হর্ষোদয় ॥ নরোত্তম পড়িয়া শ্ৰীভূগর্ভচরণে । তেঁহো মহাস্নেহ প্রকাশিল আলিঙ্গনে ৷ নরোত্তমে কোলে করি না পারে ছাড়িতে । কহিলা যে সব তাহা নারি বিস্তারিতে | শ্ৰীজীব গোস্বামী শ্ৰীভূগর্ভে প্ৰণমিয়া । বাসা গেল। খ্ৰীনিবাস নরোত্তমে লৈয় ॥ রাধা দামোদরের দর্শন করাইল । নরোত্তম প্রেমাবেশে অধৈর্য্য হইলা ॥ তথা রূপ গোস্বামীর সমাধি দর্শনে । যে দশা হইল তা বর্ণিব কোন জনে ৷ ভূমে পড়ি গড়াগড়ি যায় নরোত্তম। নেত্রে ধারা বহে নদী প্রবাহের সম । হইল নিশ্চল দেহু ন চলে নিঃশ্বাস । ক্রীজীব গোস্বামী স্থির করি কতক্ষণে । আপন কুটীরে লৈয়া গেল নরোত্তমেপ হেনকালে কেহ জানাইলা গোস্বামীরে। শীঘ্র আগমন কর গোবিন মন্দিরে । শ্রবণ মাত্রেতে দেহে লৈয়া শীঘ্ৰ গেলা । গোবিন্দের রাজভোগ আরতি দেখিলা ৷ তথায় হইল মহাপ্রসাদ সেবন। পুনঃ নিজ বাসা আইলা সঙ্গে দুই জন । কতক্ষণ রছি কৃষ্ণ কথা আলাপনে । চলিলেন শ্ৰীমদনমোহন দর্শনে ॥ তথা গিয়া উত্থাপন আরতি দেখিল । নরোত্তম বৃত্তান্ত সকলে জানাইলা ॥ কৃষ্ণদাস ব্রহ্মচারী গোস্বামী স্নেহেতে । যে কৃপা করিলা তাহ নারি বিস্তারিতে । নরোত্তম দেখিয়া শ্ৰীমদনমোহনে। ধরিতে ন পারে অঙ্গ ধারা নয়নে ! ভ্ৰমালা প্রসাদ দিলা পুজারী গোসাঞী। যে সুখ হইল তা কহিতে সাধ্য নাই । সনাতন গোস্বামীর সমাধি যেখানে । নরোত্তমে দেখাইলা শ্ৰীজীব আপনে ॥ নরোত্তম হৈলা যৈছে সমাধি দর্শনে । তাহা এক মুখে বা বর্ণিব কোন জনে ॥ শ্ৰীজীব গোস্বামী মেছ কে বণিতে পারে । নরোত্তমে স্থির কৈল অনেক প্রকারে ॥ সভা লৈয় ক্রীজীব গোস্বামী বাস গেল । আন্তে বান্তে কোলে তুলি লৈ জীনিবাস প্রিয় নিবাস নামে সর্পিল
পাতা:শ্রীশ্রীনরোত্তমবিলাস.djvu/২২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।