পাতা:শ্রীশ্রীনরোত্তমবিলাস.djvu/৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঐনরোত্তম বিলাস । 'సి' নরোক্ত আপনাকে ধন্ত করি মানে। মঙ্গবীর নরোত্তম হইল অধৈৰ্য ৷ প্ৰণমিলা গিয়া দুই ঈশ্বরী চরণে ॥ নেকালে মহেশ পণ্ডিত আদি দূরে। জীবীরভদ্রের পাদপদ্মে প্ৰণমিলা। নরোত্তমে দেখিয়া কহয়ে ধীরে ধীরে | | দর্শন করিতে প্রেমে বিহ্বল হইল । প্রভুর বিয়োগে হইয়াছি মৃত্যুপ্রায়। শ্ৰীবস্তু জাহ্নবাদেবী দেখি নরোত্তমে। ইহারে দেখিতে মুখ উপজে হিয়ায় ৷ ৷ হইল অধৈর্য্য হিয়া উথলয়ে প্রেমে। প্রভুশক্তি বিনা ইহা সম্ভব না হয়। মহাশয় নাম সে ঞিহার যোগ্য হয়। ঐছে কহি জিজ্ঞাসিতে পাইলা পরিচয় ॥ ঐছে পরস্পর কত স্নেহে প্রশংসয় ॥ নরোত্তম প্রতি সভে কহে বারে বারে । নরোত্তম প্রতি অনুগ্রহ অতিশয় । পূৰ্ব্বেই তোমার নাম বিদিত সংসারে। || নারয় I গৃহে হৈতে যৈছে তুমি গেল বৃন্দাবন। জিজ্ঞাসিল ক্ৰমে ক্রমে সব সমাচার। লোকমুখে তাহ সব কুরি শ্রবণ। নরোত্তম নিবেদিলা করিয়া বিস্তার। বনপথে আইল সভে বৃন্দাবন হৈতে। শুনিতে সে সব েৈছ হইল অন্তর। গ্রন্থ চুরি প্রাপ্ত মাত্র পাইলু শুনিতে। তাগ একমুখে কে কহিতে শক্তি ধরে। নবদ্বীপে আইলে তুমি তাহাও শুনিলু শ্ৰীবস্থ জাহ্নবী বরচন্দ্রের সহিতে। আছয়ে জীবন তেঞি নয়নে দেখিলু। নরোত্তম তিলাৰ্দ্ধেক না পারে ছাড়িতে। ঐছে কহি সভে নিজ পরিচয় দিয়া । খড়দহ প্রদেশেতে যে যে ভক্ত ছিল । প্রকাশে বাৎসল্য মহাপ্রেমাবিষ্ট হৈয়া খড়দহ আসি নরোত্তনে দেখা দিল । নরোত্তম ভাসে দুই নয়নের জলে। যদ্যপি দুঃখিত তব হৈল হর্ষেদয়। লোটাইয় পড়ে ভক্ত বর্গ পদতলে ৷ ধে স্নেহ করিলা তা কহিতে সাধা নয় । প্রভুপ্রিয়গণ নরোত্তমে আলিঙ্গিয় । সৰ্ব্ব তত্ত্বজ্ঞাতা শ্ৰীজাহ্নবা গোস্বামিনী । সিঞ্চে নেত্রজলে অতি অধৈর্য্য হইয়া ॥ নরোত্তমে নিভৃতে কহিলা কি না জানি ॥ নরোত্তমে লৈয়া স্থির হৈয়া কতক্ষণে । নীলাচলে যাইতে শীঘ্র অনুমতি দিল । সভে প্রবেশিল শীঘ্র প্রভুর ভবনে ॥ সাক্ষাতে সকল ভক্তে পুনঃ মিলাইলা ॥ জীবল্লুজাহ্নবী নরোত্তম বিবরণ। মহেশ পণ্ডিত আদি প্রভু প্রিয়গণ । শুনি অন্তঃপুরে বোলাইল সেইক্ষণ ॥ নরোত্তমে পুনঃ পুনঃ কৈলা আলিঙ্গন.