পাতা:শ্রীশ্রীনরোত্তমবিলাস.djvu/৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ক্ররোত্তম-বিলাস । সেই পথে আইসে এক প্রাচীন ব্রাহ্মণ । পরম বৈষ্ণব সৰ্ব্বশাস্ত্রে বিচক্ষণ ॥ দেখি নরোত্তমের আশ্চৰ্য্য প্রেমরত। অকস্মাৎ মনে উপজিল মহাপ্রীত ॥ ধীরে ধীরে নরোত্তম নিকটে আসিয়া । কহে মৃদু বাক্যে নরোত্তম মুথ চাঞ। ॥ কিনাম তোমার বাপু আইল কোথা হৈতে শুনি নিবেদিলা প্ৰণমিয়া সাবহিতে ॥ নরোত্তম বাক্যে মহা বিহ্বল ব্রাহ্মণ । নেত্রজলে সিক্ত করি কৈল আলিঙ্গন ॥ নরোত্তমে কোলে করি ছাড়িতে না পারে সুমধুর বাক্যে পুনঃ কহে ধীরে ধীরে। তোমার প্রসঙ্গ শুনি বহুদিন হৈতে । বড় সাধ ছিল বাপু:তোমারে দেখিতে ॥ আজু সুপ্রসন্ন বিধি হইল আমায়। ক্ষেত্ৰ হৈতে আইলু পথে দেখিলু তোমায প্রভুভক্তগণ যে প্রকট নীলাচলে। অতি অনুগ্রহ মোরে করেন সকলে । অনুক্ষণ তোমা সভা প্রসঙ্গ তথায় । শুনিয়া শ্রবণ ভরি পরাণ জুড়ায় ॥ বৃন্দাবন হৈতে তোমা সভা আগমন । পথে গ্রন্থচূরি প্রাপ্ত করিলু শ্রবণ ॥ ক্ষেত্রেতে আসিবে তুমি তৎকাল শুনিলু। তোম লাগি উৎকণ্ঠিত সকলে দেখিলু ॥ গোপীনাথাচাৰ্য আদি কাশীমিশ্র গৃহে। ' কত দিন তোমার প্রসঙ্গ সভে কহে ॥ 3) রামকেলি গ্রামে প্ৰভু তোম আকষিল । নিত্যানন্দ প্রভু চিত্তে আনন্দ বাড়িল । প্রভুভক্তগণের হইল চমৎকার। সেই হইতে তোম দেখে এ সধ সভার ॥ সে সভে তোমার পথ করে নিরীক্ষণ । অন্ত মুঞি তথা হৈতে করিলু গমন । বিলম্বে নাহিক কাজ যাহ শীঘ্ৰ তুমি । বিলম্বেতে তথাই মিলিব গিয়া আমি ॥ এত কহিতেই তার পুত্র তথা আইলা । শ্ৰীঠাকুর মহাশয়ে তারে মিলাইলা ॥ মেহাতুর বিপ্র পুত্ৰে সৰ্ব্ব কথা কৈলা । নরোত্তম সঙ্গে দিল মহাকর্ষ হৈয়া ৷ বিদায় লইয়া বিপ্র চলে ধীরে ধীরে । নরোত্তম বিপ্ৰ-দধূলি লৈলা শিরে ॥ বিপ্ৰপুত্র সঙ্গে নরোত্তম ক্ষেত্রে গিয় । নরেন্দ্র শেীচের শোভা দেখে দাণ্ডাইয়া ॥ প্রভু জলকেলি রঙ্গ করিয়া স্মরণ। হইলা অধৈর্য্য নেত্রে ধারা অনুক্ষণ ॥ ঐশিখি মহাতি মঙ্গরাজ প্রতি:কয় । অকস্মাৎ চিত্তে কেন ভৈল হর্যোদয় ॥ কানাঞি খুটিয়া কহে নাবুঝি কারণ। যে মঙ্গল দেখি তাহে মিলে মহাধন। বাণীনাথ প্রতি গোপীনাথাচার্য্য কয় ॥ নরোত্তম এথা আজি আসিব নিশ্চয় ॥ হেনকালে মহাযোগ্য সে বিপ্ৰকুমার । , আগে আসি দিল নরোত্বম লমাচার ।