পাতা:শ্রীশ্রীনরোত্তমবিলাস.djvu/৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

నిషి শ্ৰীমরোত্তম বিলাস । মরোত্তম সংবাদ শুনিয়া:সৰ্ব্বজন । যে রূপ হইল তাহ না হয় বর্ণন ॥ পুনঃ বিপ্ৰপুত্র নরোত্তম পাশে গেল। : দূরে হৈতে এ সভার পরিচয় দিলা। নরোত্তম তা সভারে করিয়া দর্শন। ধরিতে নরয়ে অঙ্গ ঝরে নয়ন ॥ ভূমিতে পড়িয়া প্রশময়ে বারবার। সে দশ দেখিয়া প্রাণ কানীয়ে সভার ॥ গোপীনাথ আচার্য্যাদি অধৈর্য্য হইয়া । ভাসে নেত্রজলে নরোত্তমে কোলে লৈয়া । নরোত্তম মিলনেতে হৈল যে প্রকার। লক্ষ লক্ষ মুখে তাহ নারি বর্ণিবার। নরোত্তমে স্থির করি অনেক প্রকারে । লইয়া চলিল জগন্নাথ দেখিবারে | নরোত্তম সিংহদ্বারে প্রবেশ করিতে। পতিত-পাবনে দেখি প্রণমে ভূমেতে ॥ শ্ৰীমৃসিংহদেবে দেখি নেত্রে ধারা বয়। মনে যে উপজে সে কহিতে সাধ্য নয় ॥ জগন্নাথ দর্শনেতে হইল অধৈৰ্য্য। নেত্রে ধারা বহে ভাব উপজে আশ্চৰ্য্য ৷ সুভদ্র সহিত জগন্নাথ বলরাম । বিলসয়ে সিংহাসনে আনন্দের ধাম ॥ শ্ৰীপদ্মলোচন মহাকরুণার নিধি । নরোজম প্রতি কেল, কৃপার অবধি ৷ জগন্নাথ গেবক প্রভুর ভগী জানি। : ক্রমাপ গ্রাম দিল নরোত্তমে জানি ॥ | খ্ৰীজগন্নাথদেবের সেবক সকলে । নরোত্তম চেষ্টা দেখি ভাসে নেত্রজলে ৷ তিলে তিলে অধৈৰ্য্য হইল নরোত্তম। নিবারিতে নারে নেত্রে ধারা নদীসম ॥ শ্ৰীমন্দির হৈতে নরোত্তমে প্রবোধিয়া । গোপীনাথাচাৰ্য্য গেলা নিজালয়ে লৈয় ॥ প্রবীণ মনুষ্য সঙ্গে দিয়া সেইক্ষণে । পাঠাইলা গোপীনাথ সমাধি-দর্শনে ॥ নরোত্তম গমন সৰ্ব্বত্র জানাইলা । নানাবিধ শ্ৰীমহাপ্রসাদ আনাইলা ॥ এথ নরোত্তম কৈলা ত্বরিতে গমন । পথে যাইতেই দেখে আইসে কতজন ॥ তারা পরস্পর অতি কাতর হিয়ায়। কেহ কণর প্রতি কহে কি হইল হায় ॥ দেখিলাম এথা কিবা সুখের অবধি । এবে নীলাচলে বিপরীত কৈলা বিধি ৷ শ্ৰীগৌরচন্দ্রের ভক্ত ভুবন-পাবন। ক্রমে ক্রমে সভে হতেছেন আদর্শন ॥ গোপীনাথাচাৰ্য্য আদি পরমবৈষ্ণব। দেখিলাম অতিজীর্ণ হৈয়াছেন সব ॥ কেহ কহে আইলু মুঞি গোপীনাথ হৈতে তথা যে দেখিলু তাহা না পারি কহিতে ॥ সহিতে নরয়ে দুঃখ শ্ৰীমামুগোসাঞি । । মৃত প্রায় পড়িয়া আছেন এক ঠাঞি । শুকাইল সে হেন সুন্দর কলেবর। বুৰি অল্প দিনে হৈবে নেত্ৰ অগোচর।