পাতা:শ্রীশ্রীনরোত্তমবিলাস.djvu/৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীনরোত্তম-বিলাস । నిరి নরোত্তম শুনি এ প্রসঙ্গ ব্যগ্র চিতে । করয়ে যতেক খেদ না পারি বণিতে ॥ . হইল অধৈৰ্য্য অঙ্গ না যায় ধারণ । টোটা গিয়া গোপীনাথে করিলা দর্শন । বসিয়া আছেন কিবা মধুর ভঙ্গীতে। কে ধরে ধৈর্য র্তারে বরেক চাহিতে ॥ নবঘন-জিনি শুiম অঙ্গ সুচিক্কণ । বদন মাধুরী কোটি কন্দপমোহন ॥ পশিল সৌন্দৰ্য্য নরোত্তমের হিয়ায়। হইলা অধৈর্য্য নেত্রজলে ভাসি যায় ॥ করিলা প্রণাম বহু ভূমেতে পড়িয়া । শ্ৰীমালা প্রসাদ দিলা পূজারী আনিয়া ॥ শ্ৰীপণ্ডিত গোস্বামীর আসন যে স্থানে । সাঙ্গর মনুষ্য লৈয় গেলা সেই খনে ॥ আসন সমীপ ভূমিতলে লোটাইয়া। করিলা প্রণাম বহু ব্যাকুল হইয়া ॥ নিবারিতে নরে নেত্ৰে বহে অশ্রদ্ধার । উৰ্দ্ধবাহু করিয়া কহয়ে বারবার ॥ হা হা প্ৰভু পণ্ডিত গোস্বামী গদাধর। ন হইলে মো পাপীর নয়ন গোচর ॥ ঐছে কত কহিয়া কান্দয়ে উচ্চৈঃস্বরে। সে ক্রন্দন শুনি দারু পাষাণ বিদরে ॥ শ্ৰীমামুগোসাঞি ছিল মুছাপন্ন হৈয়া । দীর্ঘশ্বাস ছাড়ি উঠে ক্ৰন্দন করিয়া ॥ জিজ্ঞাসে সভারে কহ কে করে ক্রন্দন । সভে কহে গৌড় হৈতে আইলা নরোত্তম। wo নরোত্তম নাম শুনি কান্দিতে কান্দিতে । নরোত্তমে কোলে করি নারে স্থির তৈতে অঙ্গ আছাড়িয়া পড়ে ধরণী উপরে। উঠিল ক্ৰন্দন রোল গোপীনাথ ঘরে । প্রভু ইচ্ছামতে কত ক্ষণে স্থির হৈয়া । জিজ্ঞাসে কুশল নরোত্তম মুখ চাঞ।। যদ্যপি দারুণ দুঃখে জীবন সংশয় । তথাপিহু নরোত্তমে দেখি হর্যোদয় ॥ নরোত্তম বাক্য শুনি প্রেমাবিষ্ট হৈল । গোপীনাথ পদে নরোত্তমে সমৰ্পিল । আজ্ঞ দিলা যাহ শীঘ্র সমাধি দর্শনে । আচার্য্য আছেন তথা চাহি পথপানে । শুনি নরোত্তম ভুমে প্রশমি কাতরে । চলিলেন সে মনুষ্য সঙ্গে সিন্ধুতীরে । হরিদাস ঠাকুরের সমাধি দেখিয়া । করিলা ক্ৰন্দন বহু ভূমেতে পড়িয়া ॥ অতি খেদযুক্ত হৈয়া কহে বারবার। সে সুখে বঞ্চিত হৈলু দৈব আমার । ঐছে কত কহে নেত্রে ধারা নিরন্তর। দেখি সে দশ বা কার না দ্রবে অন্তর । তথা যে বৈষ্ণব ছিল সমাধি সেবনে । নরোত্তমে স্থির কৈলা সে কত যতনে | গোপীনাথাচাৰ্য্য গৃহে দিলা পাঠাইয়া । ক্ষেত্রবাসী লোক নরোত্তমে দেখি পথে। ছাড়িয়া সকল কার্য চলে সাথে সাথে। ।