H8 জীনরোত্তম বিলাস। নরোত্তম তা সভারে করি সমাদর। শীঘ্ৰ গেল গোপীনাথ আচার্য্যের ঘর। গোপীনাথ আচাৰ্য্য পরম স্নেহময়। নিজ পাশে বসাই মধুর বাক্যে কয়। তোমারে দেখিতে সাধ সভার অন্তরে। ক্ষণেক বিরমি যাহ তা সভার ঘরে ॥ এথ নরোত্তম গতি শুনি সৰ্ব্বজন । দেখিতে সভার অতি উৎকণ্ঠিত মন ॥ কি কব র্তা সভার যে দশা নীলাচলে। প্রভু অদর্শনে স্পৃহা নাহি অন্ন-জলে। অতি কষ্ট মতে দেহ করয়ে ধারণ । ভূমিতে লোটায় সদা ঝরয়ে নয়ন। সঘনে নিশ্বাস দীর্ঘ অতি সে দুৰ্ব্বল । চলিতে নরয়ে অঙ্গ করে টলমল ॥ " গোপীনাথগৃহে নরোত্তমে দেখিবারে। আইসেন স্নেহে বল ব্যাপিল শরীরে ॥ হেনকালে নরোত্তম সে মনুষ্য সাথে। । যাইতে দেখিলা সভে আইসেন পথে ॥ সঙ্গের মকুষ্যে নরোত্তম জিজ্ঞাসিলা । কি নাম কাছার তেঁহো সব জানাইলা ॥ নরোত্তম তা সভার বন্দিলা চরণ। নরোত্তমে সভাই করিলা আলিঙ্গন ॥ কোলে করি ভবন ভিতরে প্রবেশিলা । নরোত্তম অঙ্গ নেত্রজলে সিক্ত কৈলা ॥ নরোত্তম তা সভার দর্শন স্পর্শনে। ধস্থিত নরয়ে অঙ্গ ধারা জনয়নে ॥ গোপীনাথ আচাৰ্য্য সে পরম যত্নেতে। সভে বসাইলা স্থির করি ভালমতে ॥ নরোত্তম প্রতি সভে জিজ্ঞাসে কুশল । আদ্যোপান্ত নরোত্তম কহিলা সকল । শুনি তা সভার চেষ্টা যেরূপ হইল । কহিব কি তাহা ভাগ্যবন্ত সে দেখিলা ৷ গোপীনাথাচাৰ্য্য সভে কহে ব্যগ্ৰ হৈয়া । শ্ৰীমহাপ্রসাদ ভুঞ্জ নরোত্তমে লৈয়া ॥ শুনি নরোত্তমে লৈয়া মহাস্নেহ মনে । বসিলেন সভে মহাপ্রসাদ সেবনে ॥ প্রভু ইচ্ছামতে কিছু প্রসাদ ভুঞ্জিলা। অতি স্নেহবাক্যে নরোত্তমে ভুঞ্জাইলা ॥ আচমন করি সভে গেলেন বাসাতে । নরোত্তমে আজ্ঞ কৈলা বিশ্রাম করিতে । বিশ্রাম করিয়া শ্ৰীঠাকুর মহাশয়। স্নানাদি করিলা জানি দর্শন সময় ॥ কানাঞিখুটিয়া শ্ৰীঠাকুর মহাশয়ে। লইয়া গেলেন জগন্নাথের আলয়ে ॥ সন্ধ্যা আরত্রিক আর শয়ন পর্য্যন্ত । দেখিলেন নরোত্তম বসিয়া একান্ত ॥ কানাঞিখুটিয়া আদি বহুজন সনে। আইলেন গোপীনাথ আচাৰ্য্য ভবনে ॥ নরোত্তমে ছাড়িয়া যাইতে কেহ নারে। আচাৰ্য্য আদেশে গেলা নিজ নিজ ঘরে ॥ আচাৰ্য্য কহেন নরোত্তমে এ নির্জন । এখন এখানে তুমি করন্থ শয়ন ॥
পাতা:শ্রীশ্রীনরোত্তমবিলাস.djvu/৩৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।