পাতা:শ্রীশ্রীনরোত্তমবিলাস.djvu/৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঐনরোত্তম-বিলাস । రిట - محمام مام میه میرسی আচার্য্যের বাৎসল্য কহিতে সাধ্য নহে । নরোত্তম শুইলে চলিলা নিজ গৃহে। নরোত্তমে নিদ্রা না করয়ে আকর্ষণ । অতি সে উদ্বেগ খেদ নহে সম্বরণ ॥ প্রভূর ইচ্ছায় কিছু নিদ্রা আকৰ্ষিতে। স্বপ্নচ্ছলে দেখে নিজাভীষ্ট রথাগ্রেতে ॥ ভুবনমোহন কৃষ্ণ চৈতন্ত নিতাই । শ্ৰীঅদ্বৈত গদাধর পণ্ডিত গোসাঞি ॥ শ্ৰীবাস পণ্ডিত গুপ্ত মুরারি গোবিন্দ। হরিদাস কাশীমিশ্র রায় রামানন্দ ॥ বাসুদেব সাৰ্ব্বভৌম ভট্টাচাৰ্য্য আর । কাশীশ্বর জগদীশ পণ্ডিত উদার ॥ বাসুঘোষ মুকুন্দ মাধব বক্রেশ্বর। গৌরীদাস মহেশ পণ্ডিত দামোদর ॥ স্বরূপ গোসাঞি শুক্লাম্বর ব্রহ্মচারী। দাস গদাধর যদু শ্ৰীধর কংসারি। স্বৰ্য্যদাস রামাইমুন্দর ধনঞ্জয় । রামানন্দ বাসুঘোষ শঙ্কর সঞ্জয় ॥ লোকনাথ ভূগর্ভ খ্ৰীক্লপ সনাতন । ক্রীজীব গোপাল ভট্ট আচাৰ্য্য নন্দন ॥ কৃষ্ণদাস ব্রহ্মচারী পণ্ডিত রাঘব । পরমানন্দ ভট্টাচাৰ্য্য আচাৰ্য্য মাধব ॥ রঘুনাথ ২ ভট্ট জীপতন। শ্ৰীমুকুন,নরহরি লীরঘুনন্দন ॥ ঐ প্রতাপরুদ্র রাজাচার্য্য গোপীনাথ । ঐশিথি মাহাতি আদি ভুবনে বিখ্যাত ॥ গৌড় ব্ৰজ উৎকল দক্ষিণ আদি স্থানে। যে যে ভক্ত সভে বিলসয়ে প্রভুসনে ॥ কি আশ্চৰ্য্য জগন্নাথ রথীগ্রে নৰ্ত্তন। মধ্যে গৌরচন্দ্র চারিপাশে প্রিয়গণ ॥ কি অদ্ভুত শোভা গেীরগণের সহিতে। . উপমা দিবার ঠাঞি নাই ত্ৰিজগতে ॥ প্রভুর ইঙ্গিত মাত্রে প্রিয় পারকর । করিলেন গানের আরম্ভ মনোহর ॥ বাজায় মৰ্দ্দল আদি অতি রসায়ন। চতুদিকে জয় জয় ধ্বনি অনুক্ষণ ॥ গ্ৰন্ধৰ্ব্ব কিন্নর যত মনুষোরুবেশে । নাচে গায় নানা যন্ত্ৰ বায়েন উল্লাসে ॥ সংকীৰ্ত্তন সুখের সমুদ্র উথলিল । স্বৰ্গ মৰ্ত্ত্য পাতাল এ সৰ্ব্বত্র বাপিল। শ্ৰীকৃষ্ণচৈতন্ত নৃত্য করে সংকীৰ্ত্তনে। দেখিতে কাহার সাধ নাহি ত্রিভুবনে ॥ ধায় নারী পুরুষ অসংখ্য চারিভিতে । | পুষ্পবৃষ্টি করে দেব পত্নীর সহিতে ॥ পক্ষুগণ লম্ফ দিয়া ফিরে দৰ্প করি। জনমের অন্ধ দেখে গৌরাঙ্গ মাধুরী। যাহার বদনে কিছু বাক্য নাহি সরে । সেই গৌরচন্দ্র বলি ডাকে বারে বারে ॥ ফাটিলেও যার নেত্রে জল না আইসে। সেই গৌর-গুণ গুনি নেত্রজলে ভাসে ॥ ভুবন পাবন চারু কীৰ্ত্তন শুনিতে। কিবা পশু পক্ষ কেহ নারে স্থির হৈতে ॥