وهنه নরোত্তম একড়িতে দেখে দাও ইয়া। আনন্দে বিহবল ধারা বহে নেত্ৰ বাঞl ॥ নরোত্তম চেষ্টা দেখি প্ৰভু প্রেমাবেশে । ছুটি হাত ধরি কিছু কহে মৃদু ভাষে ॥ অলৌকিক গীত বাদ্য করিবে প্রকাশ । যাহার শ্রবণে হৈবে সভার উল্লাস ॥ দেখিতে পাইবে যবে করিবে কীৰ্ত্তন। ঐছে সভাসহ মুঞি করিব নৰ্ত্তন ॥ মোর মনোবৃত্তি গীত বাদ্য ব্যক্ত হৈবে। পরম রসিক সাধু সদা আস্বদিবে। কখন কোনহ চিন্তা না করিছ তুমি। হৈব মনোরথ সিদ্ধ কহিলাম আমি ॥ না কর বিলম্ব শীঘ্ৰ যাহ গৌড়দেশে । করহ প্রকাশ ভক্তি অশেষ বিশেষে ॥ যে জন লইবে আসি তোমার শরণ । অচিরে পাইব সে অমূল্য প্রেমধন ৷ রামচন্দ্র চিরঞ্জীব সেনের তনয় । র্তা সছ তোমার হৈবে অদ্ভুত প্রণয় ॥ আর কি কহিব নরোত্তম তোর আগে । তোর ভাল মন সে আমারে সব লাগে ॥ নরোত্তমে দেখি অনুগ্রহের অবধি । উথলিল সভাকার আনন্দ জলধি ॥ নিত্যানন্দাদ্বৈত গঙ্গাধর হরিদাস । সাৰ্ব্বভৌম রায় রামানন্দ শ্ৰীনিবাস ॥ বক্রেশ্বর আদি সব প্রভুপ্রিয়গণ । নরোত্তমেকূৈল ভে দৃঢ় আলিঙ্গন। শ্ৰীনরোত্তম স্কিলাস । নরোত্তম ভাসে দুই নয়নের জলে । আপন মানয়ে ধন্ত পড়ি পদতলে ৷ প্রভু পরিকর নরোত্তমে স্থির করি । কহে কত কথা বাৎসলোতে কর ধরি ॥ গৌড়ে পাঠাইতে সভে হৈল অমুকুল। হেনকালে নিদ্রাভঙ্গ বিচ্ছেদে ব্যাকুল ৷ কতক্ষণে নরোত্তম সুস্থির হইয়। অতি শীঘ্ৰ করি সারিলেন প্রাতঃক্রিয় ॥ গোপীনাথাচাৰ্য্য শিখি মাহাতির সনে। শীঘ্ৰ পাঠাইলা জগন্নাথ দরশনে । শ্ৰীমঙ্গল আরাত্রিক দর্শন করিয়া । ধরিতে নারয়ে অঙ্গ উমড়য়ে হিয়া ॥ কিরূপে যাইব গৌড় করিতেই মনে। জগন্নাথ আজ্ঞামাল৷ দিলা সেইক্ষণে ॥ শ্ৰীমালা প্রসাদ পাঞ মনে বিচারয়। করিলা বিদায় প্রভু ইথে না সংশয় ॥ রহি কতক্ষণ প্রশমিঞা জগন্নাথে । চলিলেন গোপীনাথ আচাৰ্য্য গৃহেতে ॥ প্রভু পরিকর যে যে রহেন যথায় । সভার চরণ বন্দি আইলা সভায় ৷ স্বপ্রচ্ছলে প্ৰভু গোপীনাথে যে কহিলা । তাহা নরোত্তমে জানাইতে ব্যগ্র হৈলা ॥ স্থির হইয়। নরোত্তমে কহে ধীরে ধীরে । প্রভু আদেশিলা শীঘ্ৰ গৌড়ে যাইবারে ॥ ঐছে বহু কহি একদিন স্থির হৈল৷ ক্ষেত্রস্থ মান্তগণ একত্র হইলা। :
পাতা:শ্রীশ্রীনরোত্তমবিলাস.djvu/৩৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।