পাতা:শ্রীশ্রীনরোত্তমবিলাস.djvu/৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভালমন্দ নাহি জানি নাহি কোন জ্ঞান । যে কিছু কহিয়ে সাধু আজ্ঞা বলবান ॥ নরোত্তম বিলাস এ গ্রন্থ মনোহর । করি পরিশোধন আস্বাদ নিরন্তন ॥ পূৰ্ব্বপছে কৈল যৈছে মঙ্গলাচরণ। সেই ক্রম কহি এবে শুন দিয়া মন । জয় জয় শ্রীচৈতন্ত প্রিয় লোকনাথ । বিপ্রবংশ-প্রদীপ:যে সৰ্ব্বাংশে বিখ্যাত ॥ ঞিহার চরিত্র এথা কহি যে কিঞ্চিত । করহ শ্ৰবণ ইহা জগতে বিদিত । যশোর দেশেতে তালগড়ি নামে গ্ৰাম ॥ তথাতে প্রকট সৰ্ব্বমতে অনুপম ॥ মাতা সীতা পিতা পদ্মনাভ চক্রবর্তী। কহিতে কি জানি সে দোহার যৈছে কীৰ্ত্তি পদ্মনাভ চক্ৰবৰ্ত্তীর্ণ বিদিত সংসারে । প্রভু অদ্বৈতের অতি অনুগ্রহ র্যারে। পরম বৈষ্ণব অলৌকিক সৰ্ব্বকাজ । সৰ্ব্বগুণে পরিপূর্ণ রাঢ়ী বিপ্ররাজ ॥ দিবানিশি সংকীৰ্ত্তনে মত্ত অতিশয় । দেখি সে নেত্রের ধারা কেব। ধৈর্য্য হয় ৷ শ্ৰীঅদ্বৈত-কৃপায় সে মহাহৰ্ষ মনে । নদীয় আইসে সদা গৌরাঙ্গদর্শনে ॥ দেশে গেলে পদ্মনাভে কিছুই না ভায় । পত্নী সহ সদা গৌরচন্দ্র-গুণ গায় ॥ যৈছে পদ্মনাভ তৈছে তার পত্নী সীতা । পরম বৈষ্ণবী যেহে৷ অতি পতিব্ৰতা ৷ জীনরোত্তমবিলাস। লোকনাথ হেন পুত্রে পায় পুণ্যবতী। করয়ে পালন যৈছে কহি কি শকতি ॥ পুত্রে সমপিয়া গৌরচন্দ্রের চরণে দেখয়ে পুত্রের চেষ্টা মহানন্দমনে ॥ শ্ৰীলোকনাথের ভক্তিপথে মহা আৰ্ত্তি । সৰ্ব্বাঙ্গ সুন্দর যেন করুণার মূৰ্ত্তি। অল্প বয়সে বিদ্যা সকল শাস্ত্রেতে । অত্যন্ত নিপুণ বাপ মায়ের সেবাতে ॥ নিরন্তর আরাধয়ে কৃষ্ণের চরণ । ভক্তিবলে করে সর্ব চিত্ত আকর্ষণ ॥ পিতা মাতা আদর্শন হৈলে কথে দিনে । মনের বৃত্তান্ত জানাইলা বন্ধুগণে ॥ বিষয় সংসার সুখ ত্যাগি মল প্রায় । প্রভু সনদর্শনে যাত্র কৈল নদীয়ায় ॥ প্রভুপদে আত্মা সমৰ্পিয় নবদ্বীপে । প্রভু অনুগ্রহ করি রাখিল সমীপে । সন্ন্যাস করিব প্রভু উদ্বিগ্ন অন্তরে । শীঘ্ৰ লোকনাথ পাঠায়েন ব্ৰজপুরে । কে বুঝে প্রভুর চেষ্টা অত্যন্ত গভীর। লোকনাথে বিদায় করিয়া নহে স্থির ॥ লোকনাথে জানিলেন প্রভুর অন্তর। দুই চারি দিবসেই ছাড়িবেন ঘর। স্বতন্ত্র ঈশ্বর প্রভু তার ইচ্ছামতে । লোকনাথ যাত্রা যৈছে না পারি বণিতে ॥ নিন্তর অশ্রুধারা বহে কুনয়নে । দিবসের পথ চলে চারি পাঁচ দিনে ॥