পাতা:শ্রীশ্রীনরোত্তমবিলাস.djvu/৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ক্রয়ােজন্সিল। 89 নরোত্তম চলে নেত্রজলে করি স্নান। কণ্টক নগরে গেলা ভারতীর স্থান ॥ দাস গদাধরের গৌরাঙ্গ দরশনে । যে হইলা তাহ বা বর্ণিব কোন জনে । শ্ৰীগদাধরের শিষ্য ঐযদুনন্দন। চক্ৰবৰ্ত্তী খ্যাতি সৰ্ব্বশাস্ত্রে বিচক্ষণ ॥ নরোত্তম চেষ্টা দেখি অত্যন্ত অস্থির। প্রভুর মন্দির হৈতে হইল বাহির । প্রভুর গলার মাল নরোত্তমে দিয়া । নেত্রজলে ভাসে নরোত্তমে আলিঙ্গিয় ॥ হইল গদগদ কণ্ঠ কহে ধীরে ধীরে । ভালো হৈল আইলে শীঘ্ৰ কণ্টকনগরে ৷ তোমার লাগিয়া মোর প্রভু গদাধর। হইল ব্যাকুল যৈছে কে বুঝে অন্তর। ক্ষণে আত্মবিস্তৃত কহেন বারে বারে। দেখ দেখ নরোত্তম আইল কত দূরে। ওহে ভাই যে হইল কহিতে কি আর । দিনে দিনে বাড়ে দুঃখ সমুদ্র পথায় ॥ বিষ্ণুপ্রিয় ঈশ্বরী জীউর আদর্শনে। নবদ্বীপ হৈতে আসি আছেন নির্জনে ॥ না ভীয় ভোজন পান খেদ নিরন্তর। হইল মলিন ক্ষণ হেম কলেবর। । নরোত্তম প্রতি ঐছে কহি কত কথা । লৰীয় গেলেন দাস গদাধর যথা ॥ বসে আছে তেহে ধূলি ধূসরিত হৈয়। মুদিত নয়নে ধারা বহে বুক বাঞl || SAAAAAA SAAAAA SAAAAA SAAAAA AAAA AAAASAAAA AASAASAASAASAASAAAS SAASAASAASAASAASAASAA AAAAA ছাড়ি দীর্ঘ নিশ্বাস বোলয়ে হরি হরি ॥ সময় পাইয়া যদুনন্দন কহয় । ক্ষেত্ৰ হৈতে নরোত্তম আইলা এথায় ৷ শুনি নরোত্তম নাম নেত্র প্রকাশিয়া । দেখে নরোত্তম কাদে অধৈয্য হইয়া ॥ বাহু প্রসারিয়া নরোত্তম করি কোলে । নরোত্তম অঙ্গ ধৌত কৈলা নেত্রজলে। বিচ্ছেদগ্নি দগ্ধ তথাপিহ হর্ষ হৈয় । ছাড়িতে না পারে নরোত্তমে কোলে লৈয়া নরোত্তম পড়ি গদাধর পদতলে । ধুইলা দু’খনি পদ নয়নের জলে ৷ নরোত্তমে স্থির করি যাহা জিজ্ঞাসিল । নরোত্তম ক্রমে সে সকল নিবেদিলা ॥ শুনিতে সে সব যৈছে হইল অন্তরে। তাহা একমুখে কে বণিতে শক্তি ধরে। নরোত্তমে কৃপাকরি কহে বারবার। সৰ্ব্ব মনোরথ সিদ্ধি হইব তোমার ॥ অবশু নাচিব প্রভু তোমার কীৰ্ত্তনে । করিবেন প্রেমবৃষ্টি দেখিবে নয়নে ৷ খেতরি গ্রামেতে শীঘ্ৰ করিয়া গমন। বিতরহ শ্ৰীগৌরচন্দ্রর প্রেমধন। ঐছে কথা কহি মহাবাৎসলে বিভোর। নিবারিতে নারে নেত্ৰ বহে;প্রেমলের। ঐযদুনন্দন আদি যত্নে জানাইয়া । ভারতীর স্থানে গেল নরোত্তমে লৈয় ॥