পাতা:শ্রীশ্রীনরোত্তমবিলাস.djvu/৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীনরোত্তম-বিলাস । . .8& বিষ্ণু আরলি করি যতন। বিষ্ণুর মন্দির এই করছ দর্শন ॥ : এথাই পরমাননো সন্ন্যাসী ভুঞ্জিলা । হাড়ে ওঝা স্থানে নিত্যানন্দে মাগি লৈলা ॥ নিত্যানন্দে লৈয়া সন্ন্যাসী গেল এই পথে । ধাইলা গ্রামের লোক নিতাই দেখিতে ॥ এথা উচ্চৈঃস্বরে সভে করয়ে ক্ৰন্দন। নিত্যানন্দে লৈয়া শীঘ্র সন্ন্যাসীর গমন ॥ এই গানে নিতানন্দচন্দ্রের জননী । ঙ্গ পুত্র হা পুত্র বলি লোটায় ধরণী ॥ পুত্রগত প্রাণ হাড়ে পণ্ডিত এথায় । কান্দিয় বিহ্বল ভূমে গড়াগড়ি:যায়। এথা পদ্মাবতী দেবী মৃচ্ছৰ্গপন্ন ছিল । হাড়াই পঠিত স্থির হুই প্ৰবোধিলা। ওহে নরোত্তম দেখাইলু যে যেস্থ নি। দেবের দুলভ ইহা জানিবে কে আন ॥ এই একচক্র গ্রামে নিত্যানন্দ রায় । অদ্যাপি বিহরে ভাগ্যবান দেখে তায় ॥ ঐছে কহি বিপ্র তথা হৈলা আদর্শন। না দেখি ব্যাকুল চিত্তে চিন্তে নরোত্তম। নরোত্তম কহে মোরে হৈল বজ্রাঘাত । এইখানে ছিল কোথা গেলা অকস্মাৎ ॥ যদি পুনঃ সে বিপ্রের না পাই দর্শন। তবে অগ্নি জালি তাহে ত্যজিব জীবন ॥ হাহা বিপ্র মেরে ছড়ি কোথা গেলা বলি নরোত্তম ক্রনন করয়ে বাহু তুলি ৷ দয়ার সমুদ্র নিত্যানন্দ হলধর। সেই বিপ্ররূপে হৈলা নয়নগোচর ॥ বিপ্র হৈলা রামরূপ মাধুর্ঘ্য অশেষ । শিঙ্গা বেত্ৰহাতে মাথে চুড়া চারুবেশ ॥ বলরাম নিত্যানন্দ হৈলা সেই ক্ষণে । রূপের উপমা নাই এতিন ভুবনে ॥ হাসি নরোত্তম প্রতি কহে ধীরে ধীরে। তুমি মোর প্রিয় তোম নারি ভাড়িবারে হইব অচিরে পূর্ণ যত অভিলাষ। মোরে যে দেখিলে এথা না কর প্রকাশ । এত কহি প্রভু তথা হৈল আদর্শন। চিত্রের পুত্তলি প্রায় রহে নরোত্তম ॥ ৯ যে প্রকার হইল সে দর্শন আবেশে । সে সব কহিতে মোর মুখে না আইসে ॥ সে দিবস একচক্র গ্রামেতে বুহিয়া। প্রভাতে চলিলা কত কৌতুক দেখিয়া । জয় একচক্রানাথ রোহিণী নন্দন । জয় নিত্যানন্দ দীন দুঃখীর জীবন ॥ ঐছে প্রভু নাম লৈয় পথে চলি যায়। মুৰ্থ বক্ষ ভাসে দুই নেত্রের ধারায় ॥ খেতরি যাইতে হৈলা পদ্মাবতী পার। যে আনন্দ হৈল লোকে না হয় বিস্তার ॥ নিরন্তর এসব শুনহ যত্ন করি। নরোত্তম-বিলাস কহয়ে নরহরি } ইতি শ্ৰীনরোত্তম বিলাসে পঞ্চমোবিলাস । -o-o-o-o-o-o-o