পাতা:শ্রীশ্রীনরোত্তমবিলাস.djvu/৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কথো দূরে শুনে প্রভু সন্ন্যাস করিয়া। নীলাচলে গেল। প্রিয়ভক্তে প্রবোধিয় ॥ প্রভুর মস্তকে ত্রকেশের অদর্শন। সেঙরিয়া উচ্চৈস্বরে করয়ে রোদন ॥ মৃতপ্রায় হইয়া প্রভুর আজ্ঞামতে । বুন্দাবনে প্রবেশিলা কথোক দিনেতে ॥ বৃন্দাবন শোভ দেখি রহে কথে দিন। তথা শুনিলেন প্ৰভু গেলেন দক্ষিণ ॥ লোকনাথ হইয় অতি উদ্বিগ্ন অন্তর। চলয়ে দক্ষিণ যথা শ্ৰীগৌরসুন্দর। কথে দূরে শুনিলেন বৃত্তান্ত সকল । দক্ষিণ হইতে প্রভু আইলা:নীলাচল ॥ বৃন্দাবন যাত্রা করিলেন গৌড়পথে । গৌড় হৈতে ক্ষেত্র গেলা ভক্ত ইচ্ছামতে ॥ পুনঃ শুনিলেন প্রভু আইলা বৃন্দাবন । লোকনাথ ব্ৰজে যাত্র কৈল৷ সেইক্ষণ ৷ বৃন্দাবনে আসি সৰ্ব্ব সংবাদ শুনিলা । এই কথো দিনে প্রভু প্রয়াগে চলিলা ॥ লোকনাথ দুঃখী হইয় দাড়াইলা মনে । প্রয়াগে চলিব প্রাতে প্রভুর দর্শনে ॥ প্রভুগুণ সোঙরিয়া করয়ে ক্ৰন্দন । ধরণী লোটায় অঙ্গ না যায় ধরণ ॥ রাত্রি শেষে নিদ্র হৈল প্রভুর ইচ্ছায়। স্বপ্নস্থলে গৌরচন্দ্র দেখে নদীয়ায়। ] চননে চর্চিত তন্তু জিনি কঁচা সোণ ৷ সুচারু চাচর কেশে পুষ্পের রচনা ৷ শ্ৰীনরোত্তম বিলাস । סי কপালে তিলক দিব্য যজ্ঞস্বত্র গলে । নেত্র ক্রর ভঙ্গিমাতে কেবা নাহি ভুলে। কি মধুর মুখে মন্দ হাসিয়া হাসিয়া। চান্দের গরব নাশে বরিষে অমিয়া ॥ কিবা সে অজালু বাহু বক্ষ পরিসর। পরিধেয় ত্রিকচ্ছ বসন,মনোহর ॥ নানা রত্ন ভূষণে ভূষিত প্রতি অঙ্গ। কিশোর বয়স তাহে রসের করঙ্গ ৷ মধুর বচনে কহে লোকনাথ প্রতি । তো সভা সতি মোর সদা এথা স্থিতি। এই নবদ্বীপে মোর অশেষ বিহার। ব্ৰহ্মাদিক কেহ অন্ত নারে করিবার ॥ ঐছে কত কহি লোকনাথে আলিঙ্গিতে। নিদ্রাভঙ্গ হৈল দুঃখ না পারে সহিতে ॥ প্রভু ইচ্ছা মতে পুনঃ নিদ্রা আকৰ্ষিল । পুনঃ লোকনাথ আগে প্রত্যক্ষ হইল ॥ শ্ৰীকৃষ্ণচৈতন্ত সন্ন্যাসীর শিরোমণি। লোকনাথ প্রতি কহে স্বমধুর বাণী ॥ প্রয়াগে যাইবা তুমি করিয়াছ চিতে। কি লাগি যাইবা মোরে দেখহ সাক্ষাতে ॥ ওহে লোকনাথ বড় সাধ ছিল মনে । তোমা সহ একত্র রহিব বৃন্দাবনে। তেঞি তোমা শীঘ্ৰ পাঠাইয়া বৃন্দাবন। ভারতীর স্থানে কৈল সন্ন্যাস গ্রহণ ॥ হইলু উদ্বিগ্ন বৃন্দাবিপিন দেখিতে। তাহা ন হইল গেলু অদ্বৈত গৃহেতে ॥