পাতা:শ্রীশ্রীনরোত্তমবিলাস.djvu/৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উীনরোত্তম-বিলাস । 8> পুন কহে ঐছে বহুজনে শিষ্য কৈলা। গোস্বামীর গ্রন্থ সৰ্ব্বত্রেই প্রচারিলা ॥ শ্ৰীবৃন্দাবনেতে পাঠাইলা সমাচার। পত্রী লৈয়া মনুষ্য আইলা তথাকার ॥ ঐজীব গোস্বামী পুন: গ্রন্থ পাঠাইলা । তাহা শীঘ্ৰ সৰ্ব্বত্রেই প্রচার করিলা । আইল সংবাদপত্র নবদ্বীপ হৈতে। দর্শন হৈল বহু ভক্ত নদীয়াতে । শান্তিপুর আদি যে যে স্থানে প্রভুগণ ॥ বিচ্ছেদগ্নি দাহে প্রায় হৈলা আদর্শন ॥ শ্ৰীসরকার ঠাকুর শ্ৰীদাস গদাধর। আদর্শন হৈতে দগ্ধ আচার্য্য অন্তর ॥ আচার্যোর যে দশ তা কহনে না যায়। হইল আচাৰ্য্য দেহু ধারণ সংশয় । পশু পার্থী কান্দয়ে সে ক্রন্দন শুনিতে । ভিলার্দ্ধেক আচাৰ্য্য না পারে সম্বরিতে । কারে কিছু ন কহিয়া প্রভাতে চলিল । অতি অল্পদিনে বৃন্দাবনে প্রবেশিলা ॥ আচার্য্যে দেখিয়া হর্ষ গোস্বামী সকল। নির্জনে বসিয় জিজ্ঞাসিলেন কুশল ॥ গ্রন্থ লৈয়া গেল। যৈছে যৈছে প্রচারিল। আস্তেপঙ্ক আচাৰ্য্য সকল নিবেদিলা ॥ প্রভু পরিকরের কহিতে অদর্শন। ব্যাকুল হইয়া সভে করিলা ক্ৰন্দন ॥ সভে স্থির হৈয়া বুঝি আচাৰ্য অন্তর। আচার্য্যে প্রবোধ বাক্য কহিলা বিস্তর। R এইরূপ দিন চারি পাঁচ গোঙাইতে । । | রামচন্দ্র সেন গিয়া মিলিলা তথাতে ॥ পাইলেন সভে রামচন্দ্র পরিচয় । যাহার দৌহিত্র হন যাহার তনয় ॥ মহানৈয়ায়িক কবি ব্রজে ব্যক্ত হৈলা । কবিরাজ খ্যাতি শ্ৰীগোস্বামী সম্ভে দিল । আচার্য্যের বিবাহ হইল যে প্রকারে। তাহা শুনিলেন সভে কবিরাজ দ্বারে। শ্ৰীজীব গোস্বামী আদি অতি যত্ন পাঞ । করিলা বিদায় কিছু গ্রন্থ সমৰ্পিয় ॥ দিলেন সঙ্গেতে ব্ৰজবাসী চারিজন। আচাৰ্য্য চলিলা করি অনেক ক্ৰন্দন ॥ শ্ৰীগোপাল ভট্ট লোকনাথ আদি করি। হইল ব্যাকুল আচার্যের পথ হেরি। অতি শীঘ্ৰ গৌড়দেশ আইলা ঠাকুর। রাজারে স্বস্থির কৈলা গিয়া বিষ্ণুপুর। জাজিগ্রাম আসিবেন এসব:শুনিঞা। আইলু একাকী সৰ্ব্ব সংবাদ লইয়া ॥ এত কহিতেই আসি আর একজন। "দিলেন আচার্য্যের স্বহস্ত লিখন। পত্রপাঠ করিতে ঠাকুর মহাশয়। হইল অস্থির তবু পত্রিকর্থ কয় ॥ ಸ್ತ್ರ লৈয়া । দুই শিয্য কৈলা আসি কাঞ্চনগড়িয়া ॥ দ্বিজ হরিদাস প্রভু পার্ষদ প্রধান। শ্ৰীদাস গৈাকুলানন্দ দুই পুত্র তাৰু।