পাতা:শ্রীশ্রীনরোত্তমবিলাস.djvu/৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঐনরোত্তম বিলাস । ●● এইরূপে নানা স্থানে করে সমাধান । প্রামানন্দ শিষ্য সভে বৈষ্ণবের প্রাণ ৷ এথা শ্যামানন্দ গেল আচার্য্য যথায় { হইলেন মগ্ন গৌর-কৃষ্ণের কথায় ॥ সে দিবস পরম আননে গোঙাইয়া। প্রাতঃকালে সভে সারিলেন প্রাতঃক্রিয় ॥ স্নানাদি করিয়া সভে চিন্তে মনে মনে । শ্ৰীজাহ্নবাদেবীর বিলম্ব হৈল কেনে ॥ হেনকালে এক বিপ্র কহে যত্ন করি। পদ্মাবতী পার হৈলা জাহ্নবী ঈশ্বরী ॥ শুনিতেই সভে প্রেমানন্দে পূর্ণ হৈলা। পদ্মাবতী তীর পথে আগুসরি গেলা ॥ চতুদিকে লোক সব করে ধাওয়া ধাই। সবে কহে আইলা শ্ৰীজাহ্নবী প্রেমময়ী ॥ শ্ৰীজাহ্নবী ঈশ্বরী সঙ্গের একজন। তেছে আইসে জানাইতে ঈশ্বরী গমন ॥ দেখি আচার্য্যের গতি আতি হৰ্ষচিতে । ঈশ্বরী গমন কহে প্রণমি ভূমেতে ॥ র্তারে প্রশমিয়া শ্ৰীআচাৰ্য্য মহাশয় । জিজ্ঞাসে বিশেয তেঁহো বিবরিয়া কয় ॥ এথাকার সমাচার পাঞ পত্রদ্বারে। হৈল উৎকণ্ঠিত সভে এথা আসিবারে ॥ তথায় ছিলেন কৃষ্ণদাস অত্যুদার। স্বৰ্য্যদাস সরখেল জ্যেষ্ঠ ভ্রাতা যার। ক্রল রঘুপতি উপাধ্যায় মহীধর। মুরারি চৈতন্য জ্ঞানদাস মনোহর ॥ কমলাকর পিপলাই ঐ জীব পণ্ডিত । মাধব আচাৰ্য্য যার চেষ্টা সুবিদিত ॥ নৃসিংহ চৈতন্ত দাস কানাঞি শঙ্কর। শ্ৰীগৌরাঙ্গ দাস বৃন্দাবন বিজ্ঞবর ॥ শ্ৰীমীনকেতন রামদাস মহাশয় । নকড়ি শ্ৰীবলরাম আদি প্রেমময় ॥ সভে নিবেদিলা দুই ঈশ্বরী চরণে । খেতরি যাইতে কৈছে ইচ্ছা হয় মনে ॥ শুনি হৰ্ষ হৈয়া কহে জাহ্নবী ঈশ্বরী। বিলম্বে কি কাৰ্য্য তথা চল শীঘ্ৰ করি ॥ ঈশ্বরী আজ্ঞায় ঐ পরমেশ্বর দাস । করিলা গমন সজ্জা হইয়া উল্লাস ॥ খড়দহ হৈতে ঈশ্বরীর যাত্রা দিনে। দূর হৈতে বৈষ্ণব আইলা দরশনে। কহিলা ঈশ্বরী এথা যাত্র সমাচার। শুনিতেই উৎকণ্ঠা জন্মিল সভাকার ॥ সভে নিজ নিজ বাসা গিয়া শীঘ্র আইলা । এ হেতু বিলম্ব হৈল পুনঃ যাত্র কৈলা৷ হইল আকাশবাণী যাত্রার সময়। সে অতি আশ্চৰ্য্য তাহ শুন মহাশয় ॥ পরম গভীর নাদে কহে বারবার। শ্ৰীনিবাস নরোত্তম প্রিয় যে আমার ॥ নিজগণ সহ ভক্তি দানেতে প্রবীণ । নিরন্তর আমি সে দোহার প্রেমাধীন ॥ খেতরি গ্রামেতে গণসহ সঙ্কীৰ্ত্তনে। করিব নৰ্ত্তন দেখিবেক সৰ্ব্বজনে ॥