পাতা:শ্রীশ্রীনরোত্তমবিলাস.djvu/৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

s ঐনরোত্তম বিলাস। সভে মহা দুঃখী হৈলা আমার সন্ন্যাসে। সভা প্ৰবোধিলু রহি অদ্বৈতের বাসে। সভা মনোবৃত্তি জানি নীলাচলে গেলু । র্তাহ কথো দিন রহি দক্ষিণ ভ্ৰমি লু। মোর লাগি তুমিহ দক্ষিণ যাত্র কৈলা। ব্ৰজে আমি আইলু শুনি তুমি ব্রজে আইল দৈবযোগে আমা সহ না হইল দেখা । পাইলে যতেক দুঃখ নাছি তার লেখা ॥ প্রয়াগে গমন মোর শুনি লোক স্থানে । প্রভাতে যাইব তথা করিয়াছ মনে ॥ তোমার নিকটে নিরন্তর আছি আমি । বৃন্দাবন হৈতে কোথা না যাইহ তুমি। প্রয়াগ হইতে আমি যাব নীলাচল। শুনিতে পাইবে মোর বৃত্তান্ত সকল । সনাতন রূপ আদি মোর প্রিয়গণে । দেখিতে পাইবে এথা অতি অল্পদিনে ॥ র্তা সভার দ্বারে মনোবৃত্তি প্রকাশিব । বৃন্দাবনে মুখের সমুদ্ৰ উথলিব । সে সুখ তরঙ্গে তুমি সতত ভাসিবে। তোমার মনেতে যাহা সৰ্ব্বসিদ্ধি হবে । কথেদিন পরে এক নৃপতি নন্দন । হইব তোমার শিষ্য নাম নরোত্তম । তেহে প্রেমভক্তি রসে ভাসিব সদায় । জীবের কলুষ নাশ করিব হেলায়। প্রকাশিব পরম মধুর উচ্চ গান। যাহার শ্রবণে দ্রবে এ দারু পাষাণ ॥ ঐছে কহি লোকনাথে কৈলা আলিঙ্গন। লোকনাথ ভূমে পড়ি বন্দিলা চরণ ॥ হেনকালে নিদ্রাভঙ্গ প্ৰভু অন্তৰ্দ্ধান । লোকনাথ ব্যাকুল ধরিতে নারে প্রাণ ॥ গৌরাঙ্গ চান্দের গুণ সঙরি সঙরি। দীর্ঘশ্বাস ছাড়ি কান্দে গুমরি গুমরি। আপন প্রবোধি স্থির হৈলা কতক্ষণে । তথাপিহ প্রেমধার বহে নয়নে। হইল প্রভাত দেখি করি প্রতিক্রিয়। ত্রনাম কীৰ্ত্তন করে নিভৃতে বসিয় ॥ ব্ৰজবাসী বিপ্ৰ অনুরোধে যথাকলে । ফলাদি ভক্ষণ করি রহে বৃক্ষতলে । একস্থানে স্থির হইয়া কভু নাহি রয়। বৃন্দাবন প্রদেশেতে ভ্রমণ করয় ॥ অপূৰ্ব্ব বনের শোভা দেখি কোন স্থানে । কথোদিন রহে তথা অতি সঙ্গোপনে ॥ অকস্মাৎ করে মুখে করয়ে শ্রবণ। ভ্রমুবুদ্ধিমিশ্র আইলেন বৃন্দাবন ॥ ঐরাপ গোস্বামী আইলেন তারপর । পুনঃ তিহো গেলা যথা শ্ৰীগৌরসুন্দর. সনাতন আসিয়া গেলেন নীলাচল । এসব শুনিতে নেত্রে বহে প্ৰেমজল ৷ সনাতন রূপ বলি ছাড়ে দীর্ঘশ্বাস । আর কথোদিনে হবে একত্র নিবাস ॥ ঐছে কহি অত্যন্ত ব্যাকুল হেনকালে । হইল আকাশবাণী আসিব সকালে