পাতা:শ্রীশ্রীনরোত্তমবিলাস.djvu/৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীনরোত্তম বিলাস । هوي কেহ মৌন ধরিয়া কহয়ে এই হৈল । শ্ৰীআচাৰ্য্য চলিলেন অতিহৰ্ষ হৈয় । ঐঠাকুর মহাশয় দেশ ধন্ত কৈল । গৌরাঙ্গ গোকুল দেবীদাসে সঙ্গে লৈয়া ॥ এদেশের লোক দস্থা কৰ্ম্মে বিচক্ষণ । তথা গিয়া দেখি সব খোল করতাল । না জানয়ে ধৰ্ম্ম কিবা ধৰ্ম্ম বা কেমন । প্রেমাবেশে আচাৰ্য্য কহেন ভাল ভাল। করয়ে কুক্রিয়া যত কে কহিতে পারে। } গৌর নিত্যাননাদ্বৈত করিয়া সঙরণ। ছাগ মেষ মহিষ শোণিত ঘর দ্বারে ॥ খোল করতাল পূজা কৈলা সেইক্ষণ। কেহ কেহ মনুষ্যের কাটা মুণ্ড লৈয়া । সভাসহ চলিলেন শ্ৰীঈশ্বরী যথা । খড়গ করে করয়ে নৰ্ত্তন মত্ত হৈয় | ক্রমে নিবেদিলা সব অভিষেক কথা । সে যময়ে যদি কেহ সেই পথে যায়। তার আজ্ঞা লৈয়া কৈলা সৰ্ব্বত্রে গমন । হইলেও বিপ্র তার হাতে না এড়ায় ॥ অভিষেক কথা সভে কৈলা নিবেদন ॥ সভে স্ত্রী লম্পট জাতি বিচার রহিত । শুনিয়া সভার মনে আনন্দ বাড়িল। মদ্যমাংস বিনা না ভুঞ্জয়ে কদাচিত ॥ শ্ৰীচৈতন্ত কথা রসে রাত্রি গোঙাইল । ওছে ভাই কৈল ইথে সুদৃঢ় বিচার। কিছু নিদ্রা গেলে হৈল রজনীবিহীন । নরোত্তম করিব এসভার উদ্ধার ॥ সভে প্রাতঃক্রিয়া করি সারিলেন স্নান ॥ জয় নরোত্তম জয় নরোত্তম বলি। এথা শ্ৰীআচাৰ্য ঐঠাকুর মহাশয় । নেত্রে ধারা বহে নৃত্য করে বাহু তুঞ্জি | লইয়৷ অপূৰ্ব্ব বস্ত্র গেলা সৰ্ব্বালয়। লইয়া বিবিধ দ্রব্য মহাকুতুহলে। সকল মহাস্ত মহান্তের সঙ্গে যত । শ্ৰীখেতরি গ্রামে শীঘ্র আইসে সকলে ॥ | সভে বস্ত্র পরান আগ্রহ করি কত ॥ ঐছে বহু গ্রাম হৈতে আইসে বহু লোক এথা শ্ৰীসন্তোষ রায় মহাহৰ্ষ মনে । থেতরি প্রবেশ মাত্রে ভুলে সব শোক ॥ | দেখে চন্দ্ৰাতপ কৈছে শোভয়ে প্রাঙ্গণে ॥ এথা সৰ্ব্বলোকে ঐঠাকুর মহাশয়। শ্ৰীমন্দির অঙ্গন অত্যন্ত বিস্তারিত । সুমধুর বাক্যে সব দুঃখ বিনাশয় ॥ হইয়াছে সৰ্ব্বপ্রকারেতে সুশোভিত। ঐছে সভে সমাধিয়া মনের উল্লাসে। । চন্দ্ৰাতপ-তলে অতি অপূৰ্ব্ব আসন। সন্ধ্যাকালে কহে কিছু আচার্য্যের পাশে যাহাঁতে বসিলা আসি ক্রমহান্তগণ । বহু খোল করতাল নিৰ্ম্মাণ হৈয় । বসিবেন স্ত্রীজাহ্নবী ঈশ্বরী যেখানে । আসিয়াছে বারেক দেখুন তথা গিয় ॥ | সে অতি গোপন স্থান সভা সন্নিধানে ॥ "