- - - -------- sર শ্ৰীনরোত্তম-বিলাস'। ঐঠাকুর মহাশয় মনের উল্লাসে। ঝলকে তিলক কিবা সুচারু কপালে। স্বসজ্জ হইতে আজ্ঞ দিলা দেবীদাসে ঝলমল করে কণ্ঠ তুলসীর মালে। দেবীদাস গায়ক বাদকগণ লৈয়া। রুচির চরণ জানু মধ্য কি মধুর। আইসেন গৌরাঙ্গ প্রাঙ্গণে হৰ হৈয়। নিরখিতে নয়নের তাপ যায় দূর ॥ বল্লভ গৌরাঙ্গ গোকুলাদি প্রিয়গণ । পরম আশ্চর্যা শোভা কহনে না যায়। তা সভার শোভা সভার হরে মন | সঙ্কীৰ্ত্তন আরম্ভে কি উল্লাস হিয়ায় ॥ এ সভা লইয়া ঠাকুর মহাশয়। গণসহ নিতাই অদ্বৈত গোরাচান্দে । দাড়াইলা প্রাঙ্গণে পরম তেজোময় ॥ সঙরি উথলে প্রেম ধৈর্য্য নাহি বান্ধে । পুলকে বেষ্টিত অঙ্গ লাবনী সুন্দর। সৰ্ব্ব মঙ্গন্তের ভূমে পড়ি প্রশমিঞা। কনক কেতকী জিনি কান্তি মনোহর ॥ | করয়ে আলাপ করে করতাল লৈয় ॥ উন্নত নাসিক দীর্ঘ কমল নয়ন । মন্দ মন্দ হাস্তে দন্তজাতি মনোহর । কন্পের দৰ্প দূরে দেখি সে বদন। শ্বেদাশ্র পূর্ণিত অতি আনন্দ অন্তর। জিনির কুঞ্জর কর মঞ্জু ভূজস্বয়। - দেখি বুক্ষের শোভা কেবা ধৈর্য্য হয় ৷ হথাহি শ্ৰীস্তবায়ুতলহর্য্যাং ।
সংকীৰ্ত্তনানন্দজ মন্দহাস্য, দস্তদ্যুতিদ্যো তিতদিঘুখায়। স্বেদীশ্রীধার মপিতায় তস্মৈ, নমো নমঃ শ্ৰীলনরোত্তমায় ॥ দেবীদাসাদিকে পূৰ্ব্বে শক্তি সঞ্চারিলা । , ত্ররঘুনন্দন আত্মবিস্মরিত প্রেমে। এবে নিদেশিতে গীত বাদ্যে মত্ত হৈলা ৷ | স্বহস্তে চন্দন মাখায়েন নরোত্তমে ৷ করয়ে মৰ্দ্দল বাদ্য অতি রসায়ন। মাল পরাইয়া কৈল দৃঢ় আলিঙ্গন। করতালালাপ বান্তে হৈল সন্মিলন ॥ ঐছে সবাকারে দিলা শ্ৰীমালাচনান ॥ ঐরঘুনন্দন ধৈর্য্য ধরিতে ন পারে। প্ৰণমিয়া সভে রঘুনন্দনের পায়। মত্ত সিংহপ্রয় গৰ্জি গৌরাঙ্গ সঙরে ॥ আপন মানয়ে ধন্ত মনের ইচ্ছায়। আচাৰ্য্য আনিয়া দিতে শ্ৰীমল চন্দন শ্ৰীগৌরাঙ্গ দাস তালপাট আরম্ভয়ে । গোল করতাল স্পৰ্শাইল সেইক্ষণ। প্রথমেই মন্দ মন্দ বাদ্য প্রকাশয়ে ॥