હ8 জীনরোত্তম ক্লাস । প্রকটা প্রকট দুই হৈল এক ঠাঞি । কি অদ্ভুত মৃত্যাবেশে দেহ স্মৃতি নাই ॥ পরম মাদক বান্তে উল্লাসয়ে হিয়া । করয়ে হুঙ্কার সভে করতালি দিয়া ॥ গীত-মুধাপানে কে ধরিতে পারে অঙ্গ । ক্ষণে ক্ষণে উঠে নানা ভাবের তরঙ্গ ৷ নবদ্বীপচন্দ্র চতুর্দিকে করি দৃষ্টি। দেবের চুল্লভ প্রেমামৃত করে বৃষ্টি । মাতিল অসংখ্য লোক ধৈর্য্য নাহি বন্ধে । শ্ৰীকৃষ্ণচৈতন্ত বলি চতুর্দিকে কান্দে ॥ প্ৰভু যে কহিলা নরোত্তমে স্বপ্নচ্ছলে । তাহা প্রবেশিলা সভে হৈয়া কুতুহলে। কে বুঝে প্রভুর এই অলৌকিক লীলা । যৈছে প্রকটল তৈছে অন্তৰ্দ্ধান হৈলা ॥ প্রভু অন্তৰ্দ্ধান হৈতে হৈল চমৎকার। সে আবেশে অন্তৰ্দ্ধান হৈল সভাকর। যদ্যপি এসব বিজ্ঞ ভূলিলা সকল । করয়ে বিলাপ হৈয়া বিচ্ছেদে বিহবল ৷ হায় হায় কি আশ্চৰ্য্য দেখিলু এখনি । কোথা গেল গেীর নিত্যানন্দ গুণমণি | কোখা গেল অদ্বৈত শ্ৰীবাস গদাধর। কোথ মুরারি হরিদাস বক্রেশ্বর ॥ কোথা নরহরি গৌরীদাস প্রভুগণ । ঐছে নাম লৈয়া সবে করেন ক্ৰন্দন ॥ ঐ জাহ্নবী ঈশ্বরী ধৈরজ নাহি বান্ধে । দেখা দিয়া কোথা গেলা ইহা বলি কান্দে ॥ শ্ৰীঅচ্যুতানন্দ আদি যত প্রিয়গণ । কান্দ্রিয় কহয়ে একি দেখিলু স্বপন ॥ খ্ৰীনিবাস নরোত্তম প্রভু আদর্শনে। অঙ্গ আছাড়িয়া ভুমে পড়ে সেইক্ষণে ॥ হায় হায় কি হইল বলিয়া কাণায় । সে ক্রন্দন শুনি দারু পাষাণ গলয় ॥ রামচন্দ্র শ্রামানন্দ আদি চারিভিতে । কে ধরে ধৈয়য এ সভার ক্রনীনেতে ॥ কানো লক্ষ লক্ষ লোক লোচনের জলে । নদীর প্রবাহ প্রায় ধারা মহীতলে ৷ পরিহাস হেতু যে পাষণ্ডীগণ আইলা । ফিরিল সভার মন কান্দি ব্যগ্র হৈলা ॥ ছাড়িতে মা পারে কেহ গৌরাঙ্গ প্রাঙ্গণ । সে দশা সভার তাহ না হয় বর্ণন ॥ বিপ্ৰ বাণীনাথ আদি মুছাপন্ন ছিল। কতক্ষণে চেতন পাইয়া স্থির হৈলা ॥ ঐছে সভে স্থির হৈয়া প্রভু ইচ্ছামতে । দেথি শ্ৰীনিবাসাচার্য লোটায় ভূমেতে। নরোত্তম রামচন্দ্র শ্ৰীগোকুলানন্দ। শ্ৰীদাস শ্ৰীশুমানন্দ গোকুল গোবিন্দ ॥ ঐীরসিকানন্দ দেবীদাসাদি সকলে । মূৰ্ছাপন্ন হই পড়ি আছেন ভূতলে ৷ সৰ্ব্ব মহান্তের চেষ্টামতে এ সভার । হইল চেতন ধৈর্য্য নারে ধরিবার ॥ কতক্ষণে স্থির হৈয়া সম্বরি ক্রনন । , করে কত খেদ শ্ৰীআচাৰ্য্য নরোত্তম ॥ "
পাতা:শ্রীশ্রীনরোত্তমবিলাস.djvu/৬৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।