পাতা:শ্রীশ্রীনরোত্তমবিলাস.djvu/৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঐনরোত্তম-বিলাস । প্রজাহবা ঈশ্বরী সে কৌতুক দেখিতে। চইল বিহ্বল প্রেমে নারে স্থির হৈতে ॥ লোকরীত প্রায় শীঘ্র আবরণ করি । মন্দির হইতে বাহির হইলা ঈশ্বরী ॥ ভোজন কৌতুক এথা সমাধান হৈতে। লোকরীত প্রায় গেল ভোগ সরাইতে । আচমন দিয়া কৈল তামূল অর্পণ। হৈল যে কৌতুক তাহা না হয় বর্ণন ॥ এথা সৰ্ব্ব মহান্ত স্নানাদি ক্রিয়া কৈলা। প্রসাদি সামগ্ৰী লৈয় আচার্য্য আইলা ॥ মিষ্টান্ন পক্কান্ন আদি অতি রসায়ন । পরম আনন্দে ভুঞ্জিলেন সৰ্ব্বজন ॥ আচাৰ্য্য ঠাকুর সব্বত্রেই নিবেদিল । রাজভোগ আরতির সময় হইল । শুনি সভে চলিলেন প্রভুর প্রাঙ্গণে । হইল পরমামন্দ আরতি দর্শনে ॥ পূজার আরতি করি আনন্দ অন্তরে। দিলেন প্রসাদি মালা তুলসী সভারে । অপুর পুষ্পের মাল সভার গলায়। দেখিয়া সকল লোক নয়ন জুড়ায় ॥ এথা চারু শয্যা সজ্জ করি স্থানে স্থানে । পুজারী শয়ন করাইল প্রভুগণে । অপূৰ্ব্ব বসন যত্নে ওঢ়াইয় গায়। চাপিয়া চরণ চারু চামর চুলায়। ঐছে সেবা করি শীঘ্ৰ বাহিরে আসিয়া। প্রশমিল ভূমিতে কপাট দ্বারে দিয়া। يون ASA SSASAMMSJiAJMMMAMAAAS করিয়া প্রার্থনা কত চলিলা পূজারী। সেবা পরিপাটি যৈছে বণিতে না পারি ॥ এথা শ্ৰীনিবাসাচার্য্য কহে সৰ্ব্বজনে । করিব ভোজন এই প্রভুর প্রাঙ্গণে ॥ শ্ৰীনিবাস অঙ্গনের ধূলি নিবারিলা। মণ্ডলী বন্ধনে সৰ্ব্ব মহন্ত বসিলা ॥ কদলীর পত্র সভে কহে আনাইতে । আইল অপূৰ্ব্ব পত্র সভার ইচ্ছাতে ॥ কেহ পরিবেশে পত্র অতি যত্ন করি। কেহ সুবাসিত জল দেন পাত্র ভরি ॥ কেহ বৃত দধি দুগ্ধ পাত্ৰ লৈয়া আইসে । কেহ পত্র খণ্ডতে লবণ পরিবেশে ॥ শ্ৰীজাহ্নবী ঈশ্বরী সে মণ্ডলী দেখিতে। যে হইল মনে তাহা কে পারে কহিতে ॥ শীঘ্র অন্ন ব্যঞ্জনাদি দেন থরে থরে । অন্ন-ব্যঞ্জনাদি সৌগন্ধিতে চিত্ত হরে ৷ শাকাদি ব্যঞ্জন ভাজা লেখা নাই তার । স্বপ অম্বলাদি ক্ষীর অনেক প্রকার। করয়ে ভোজন সভে উল্লাস হিয়ায় । সে শোভা দেখিতে প্রাণ নয়ন জুড়ায় । ভুঞ্জিয়া আনন্দ সভে করি আচমন । পরস্পর কহে হৈল অত্যন্ত ভোজন ॥ অচ্যুতানন্দ আদি কহে ধরি ধরি। কিরূপে ভুঞ্জিলু এত বুঝিতে না পারি। ক্রীপতি ঐনিধি বাণীনাথ আদি কয়। ঈশ্বরী প্রভাবে এত ভুঞ্জিলু নিশ্চয় ॥