পাতা:শ্রীশ্রীনরোত্তমবিলাস.djvu/৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীনরোত্তম-বিলাস । সে সকল অন্ত গ্রন্থে বিস্তার বর্ণন ॥ শ্ৰীগোপাল ভট্ট আদি আইলা বৃন্দাবনে । লোকনাথ গোস্বামী মিলিলা সভাসনে ॥ পরম্পর মিলনে যে আনন্দ হইল। মুঞি মূর্খতার লেশ বণিতে নারিল ॥ | ক্রপগোস্বামী লোকনাথ গোস্বামীরেسمہ۔ مہا۔-- সদা সৰ্ব্বপ্রকারে তোষয়ে সমাদরে ॥ সনাতন গোস্বামীর যৈছে ব্যবহার। তাহা তেঁহে নিজ গ্রন্থে করিলা প্রচার ॥ তথাহি শ্ৰীবৈষ্ণবতোষিণ্যং । বৃন্দাবন প্রিয়ান বন্দে শ্ৰীগোবিন্দ-প্রদাশ্রিতান । শ্ৰীমৎ কাশীশ্বরং লোকনাথঃ শ্ৰীকৃষ্ণদাসকমৃ ॥, শ্ৰীগোপাল ভট্ট:রঘুনাথ ভট্ট আদি। লোকনাথ প্রেমেতে বিহুবল নিরবধি ৷ লোকনাথ তা সভা সহিত প্রেমাবেশে । বিলসয়ে বৃন্দাবনে মনের উল্লাসে ॥ কহিতে ন পারি তার অদ্ভুত চরিত। ভূগর্ভ গোস্বামী সহ সখ্যতা বিদিত। তনু মন এক ইথে ভিন্ন কিছু নয়। পরম অদ্ভুত এই দোহার প্রণয় ॥ প্রণয় প্রসঙ্গ এথা নারি বিস্তারিতে । লোকনাথ মনোহিত হৈল সৰ্ব্বমতে ॥ কি কহিব গোস্বামীর বৈরাগা শুনিয়া । বিদরয়ে পাষাণ সমান যার হিয়া । সদা নিরপেক্ষ ভক্তিশাস্ত্র-সুসম্মত । শ্ৰীবিগ্রহ ঐরাধাবিনোদ সেবারত ॥ শ্রীরাধাবিনোদ-প্রাপ্তি যে রূপে হইল। তাহা ভক্তি রত্নাকরগ্রন্থে জানাইল । ঐরাধাবিনোদ রূপ মাধুর্য দেখিতে। গৌররূপ-মাধুৰ্য্য দেখয়ে আচম্বিতে ॥ প্রভু স্বপ্নদেশ স্মৃতি হইল তখন । প্রেমেতে বিহবল অশ্রু নহে নিবারণ ॥ গৌরাঙ্গ চান্দের চারু চরিত্র কহিতে । আউলিয় পড়ে অঙ্গ লোটায় ছুমেতে ॥ নিরন্তর আপনাকে মানয়ে ধিক্কার । না দেখিয়া গৌরাঙ্গের অদ্ভুত বিহার ॥ যব কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীরে । আজ্ঞা মাগিলেন গ্রন্থ বর্ণিবার তরে ॥ গোস্বামী হইয়া হৃষ্ট তারে আজ্ঞা দিলা । তাহে নিজ প্রসঙ্গ বর্ণেতে নিষেধিল ৷ শ্ৰীগোপাল ভট্ট গোস্বামীর আজ্ঞা লইতে। ঐছে নিষেধিলা তেঁহো অতি খেদ মতে ॥ শুনিলু প্রাচীন মুখে এসব আখ্যান। কিঞ্চিৎ বর্ণিলু এ আস্বাদে ভাগ্যবান ॥