পাতা:শ্রীশ্রীনরোত্তমবিলাস.djvu/৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীনরোত্তম-বিলাস । \9:: নরোত্তম প্রতি কহে সস্নেহ বচন । এ তিনের গমনে অধিক মুখ হৈল। এতদিনে হইল আজি সম্পূর্ণ ভোজন | | সে সব প্রসঙ্গ এথা বণিতে নারিল। নরোত্তম নিত্যানন্দ চৈতন্ত সঙরি । কতক্ষণ পরে সভে কহে আচার্য্যেরে। দুই নেত্রে ধার বহে রহে মৌন ধরি l | বিদায় মাগিতে প্রাণ না জানি কি করে শ্ৰীজাহ্নবী ঈশ্বরী সে প্রেমের আবেশে। সকল জানহ তুমি কহিব কি আর। নরোত্তম স্থির কৈলা সুমধুর ভাষে । কালি প্রাতে গমনের ইচ্ছা সভাকার ॥ শ্ৰীনিবাসাআচাৰ্য্য ইস্যামানদে লৈয়া আচাৰ্য্য কহেন ইচ্ছা হইয়াছে যাহা । শ্ৰীঈশ্বরী পাশে আইল উল্লসিত হৈয়া কাহার শকতি অন্যমত করে তাহ। শ্ৰীজাহ্নবী ঈশ্বরী পরমানন্দ মনে । মো সভার মনে কালি অত্যন্ত সকাল । আচার্য্যের প্রতি কহে মধুর বচনে ॥ নিজ নিজ বাসায় রন্ধন হৈল ভাল ॥ বৃন্দাবন যাইতে বিলম্ব ভাল নয়। স্নানাহ্নিক ক্রিয় শীঘ্ৰ করি সমাধান । কালি প্রাতে যাত্র কর এই মনে হয় | ভুঞ্জিবেন আনন্দে দেখি ভাগ্যবান ॥ আচাৰ্য্য কহেন কিছু না পারি করিতে। আচার্যের কথা শুনি কৌতুক সভার। অন্তর বিদীর্ণ হয় একথা শুনিতে ॥ হাসিয়া কহেন সবে যে ইচ্ছা তোমার ॥ যে ইচ্ছা হৈল তাহ অন্তথা না হয়। ঐছে কহি তথাই রহিয়া কতক্ষণ । নিজ নিজ বাসা সভে করিলা গমন ॥ গমনোপযুক্ত এথা সব | আচাৰ্য্য ঠাকুর ঐঠাকুর মহাশয় । কিছুকাল শয়ন করিলে ভাল হয় ৷ ঐসন্তোষ রায় আদি আইলেন তথা । শুনি সেই আসনেতে অঙ্গ গড়াইলা । র্তা সভারে আচাৰ্য্য কহিল সৰ্ব্বকথা ॥ : এ সব প্রসঙ্গ শুনি যাহার উল্লাস। : | || ~ ಛಿ। *::::: | অবগু তাহার পূর্ণ হর অভিলাষ ॥ সকল মহান্ত বসি আছেন তথাতে ৷ ” নিরন্তর এসব শুনহ যত্ন করি । হইয়া বিহবল কৃষ্ণকথা আলাপেতে ॥ নরোত্তম-বিলাস কহয়ে নরহরি ॥ ইতি শ্ৰীনরোত্তম বিলাসে সপ্তমোবিলাসঃ । _