অষ্টম বিলাস। জয় গেীর নিত্যানন্দাদ্বৈতগণ সহ । এ দীন দুঃখীরে প্রভু কর অনুগ্রহ ॥ জয় জয় কৃপার সমুদ্র:শ্রোতাগণ । এবে যে কহিয়ে তাহ করহ শ্রবণ ॥ শ্ৰীগৌরচন্দ্রের সন্ধা আরতি সময়ে । সকল মহন্ত আইলা গৌরাঙ্গ আলয়ে। আরতি দেখিয়া সবে মহাহৃষ্ট হৈলা । পুজারি তুলসী পত্র মালা সভে দিলা ॥ সভে আরম্ভিলা কৃষ্ণনাম সংকীৰ্ত্তন। যাহার শ্রবণে তৃপ্ত হয় কর্ণ মন ॥ ৮ম সংকীৰ্ত্তন সমাধিয়া কতক্ষণে । পরম আনন্দে বাসা গেলা সৰ্ব্বজনে ॥ এথা নানা সামগ্ৰী প্রভুরে ভোগ দিয়া । ভোগ সরাইলেন পূজারি হর্ষ হৈয়া ॥ সামগ্ৰী লইতে বহুজন সঙ্গে লৈয়া । চলিলা আচাৰ্য্য ঈশ্বরীর বাসা হৈয়া ॥ সৰ্ব্বত্রেই পৃথক পৃথক করি দিলা। দেখি সে সামগ্ৰী সৌগন্ধিতে হৰ্ষ হৈলা ॥ ক্ষুধা মাত্র নাহি তথাপিছ প্রসংশিয়া । ভক্ষণ করিতে প্রেমে উমড়য়ে হিয়া ॥ প্রসাদ পাইয়া সভে সুস্থির হইতে । নিবেদয়ে আচাৰ্য্য সৰ্ব্বত্র যত্ন মতে ॥ এই যে সন্তোষ রায় ভূত্য সবাকার। করিবেন পূর্ণ অভিলাষ যে ঞিহার। শুনি সভে কহয়ে করিয়া কত স্নেহ । অভিলাষ পূর্ণ হইবে ইথে কি সন্দেহ ॥ মহাহৃষ্ট হৈয় ঐআচার্য্য মহাশয় । গণসহ আইলা শীঘ্র প্রভুর আলয় ॥ পূজারি প্রভুর সব সেবা সমাধিয়া । সভারে তুলসী মালা দিলা হর্ষ হৈয় ৷ শ্ৰীআচার্য্য মহাশয় শুমানন্দ তিনে। ভুঞ্জিলা প্রসাদ কিছু লৈয়া সৰ্ব্বজনে ॥ ঐআচাৰ্য্য পূৰ্ব্বে যারে যথা নিয়োজিল । তা সভারে সব্ব মতে সাবধান কৈলা | সৰ্ব্ব সমাধিতে রাত্রি অনেক হইল । সভে নিজ নিজ স্থানে শয়ন করিল। রজনী প্রভাতকালে প্রাতঃক্রিয়া সারি। করিলেক স্নানাদিক সভে শীঘ্ৰ করি ॥ এথা মহান্তের যত পাক কৰ্ত্তাদিক । প্রথমেই স্নান করি করিলা আহ্নিক ॥ " ঐতুলসী পরিক্রম প্রণামাদি কৈলা। রন্ধনশালেতে সভে সুসজ্জ হইলা ॥ রামচন্দ্র কবিরাজ আদি গেলা তথা । নিজ নিজ ভাণ্ডারে নিযুক্ত যথাযথা ॥
পাতা:শ্রীশ্রীনরোত্তমবিলাস.djvu/৭২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।