পাতা:শ্রীশ্রীনরোত্তমবিলাস.djvu/৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঐনরোত্তম বিলাস । כר সৰ্ব্বত্রেই ভাণ্ডারের পরিচারকেরে । পাকের সামগ্ৰী সব দিলা তা সভারে ॥ যথা যে নিযুক্ত সে সকল দ্রব্য লৈয়। • মহন্তগণের বাসা গেলা হৃষ্ট হৈয়া ॥ যে যে মহান্তের যে যে পাক কৰ্ত্তাগণ । সভাকারে সকল করিলা সমর্পণ ॥ দেখি নানা সামগ্ৰী সকলে হৃষ্ট হৈলা । রন্ধনের পরিচারকেরে সমপিলা ॥ সে সভে করিলা সজ্জা শাকাদি ব্যঞ্জন। পাককর্তা শীঘ্ৰ গেলা করিতে রন্ধন ॥ রামচন্দ্র কবিরাজ আদি স্থানে স্থানে। রছিলেন নিযুক্ত অত্যন্ত সাবধানে ॥ এথা শ্ৰীসন্তোষ রায় কৈলা আয়োজন । তাম্বলাদি সহ বাট অতি বিলক্ষণ ৷ থাল বাট ঝারি আদি অপূৰ্ব্ব গঠন। স্বর্ণ রৌপ্য মুদ্র। পট্ট বস্থাদি আসন। এ সকল প্রত্যেক দিবেন মহান্তেরে । এই হেতু পৃথক পৃথক সজ্জা করে। । শ্ৰীসন্তোষ রায় শ্ৰীঈশ্বরী পাশ গিয়া । কহিলা সংবাদ আইল অনুমতি লৈয় ॥ সকল মহন্ত সুখে যথা স্নান কৈলা । এ সব লইয়া শ্ৰীসন্তোষ তথা গেলা ॥ সৰ্ব্ব মহান্তেরে করিতেই সমর্পণ । মেহাবেশে পট্টবস্ত্র পরে সেইক্ষণ ॥ শ্ৰীসন্তোষে তুষিলেন মধুর বচনে। আহ্নিক করিতে ঘসিলেন সে আসনে ॥ মহাস্তগণের সঙ্গে যত লোক ছিল । , প্রত্যেকে অপূৰ্ব্ব বস্ত্র মুদ্রাদিক দিলা ॥ সন্তোষের হৈল মহা আনন্দ হৃদয়। আইলেন যথা শ্ৰীআচাৰ্য্য মহাশয় ॥ নিবেদি যেই সভে অনুগ্রহ কৈলা ॥ শ্ৰীআচার্য্য মহাশয় গুনি হর্ষ হৈলা ॥ প্রভুর পূজারী কহে ভোগ সরাইলু । পৃথক পৃথক করি সব সাজাইল । । শুনি শ্ৰীআচার্য্য চলিলেন হৰ্ষ হৈয়া । নবনীত ছেন নানা মিষ্টান্নাদি লৈয় ॥ শ্ৰীঈশ্বরী পাশে গিয়া গেল৷ সৰ্ব্ব ঠাঞি । ভুঞ্জিলা প্রসাদ সভে মহাসুখ পাই ॥ তথা সব মঙ্গন্তের পাক কর্তাগণ । দিলেন প্রভুরে ভোগ করিয়া রন্ধন ॥ কতক্ষণ পরে সভে ভোগ সরাইল । ভোজন নিমিত্তে শ্ৰীমহান্তে নিবেদিলা ॥ নিজ নিজ বাসায় সকল বিজ্ঞগণ । মণ্ডলীবন্ধনে বৈসে করিতে ভোজন ॥ কেহ নব্য ঝারি ভরি বারি মুবাসিত । দিলেন আনিয়া শীঘ্ৰ হৈয়া উল্লসিত ॥ করিয়৷ রন্ধন যে হু তেঁহু হর্ষ হৈয়া । নব্য থালে দিলা অন্নাদিক সাজাইয়া ॥ নব্য বাটি ভরি দুগ্ধাদিক যত্নে দিল । মহাসুখে সকলে ভোজন আরম্ভিলা ॥ ঐছে ভোজনের পরিপাটী সব স্থানে । ঐআচাৰ্য্য আদি মহাহৰ্ষ সে দর্শনে ॥