পাতা:শ্রীশ্রীনরোত্তমবিলাস.djvu/৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१२ জীনরোত্তম বিলাস । S AASAASAASAASA SAASAASAA AAAS SSAAAASA SAASAASAASAASAAAS A SAAAAS AAAAA AAAAMASASAMMAAA AAAA S ঐজাহ্নবী ঈশ্বরীর ভবন অঙ্গনে। নাম মাত্র কহি যে যে বসিল ভোজনে ॥ কৃষ্ণদাস সরখেল মাধব আচার্য্য । রঘুপতি উপাধ্যায় কৃষ্ণভক্ত বর্যা। জীমীনকেতন রামদাস মহীধর । মুরারি চৈতন্ত জ্ঞানদাস মনোহর । কমলাকর পিপলাই নৃসিংহ চৈতন্ত । শ্ৰীজীব পণ্ডিত যে পতিতে কৈল ধন্ত | শ্ৰীগৌরাঙ্গ দাস বৃন্দাবন শ্ৰীশঙ্কর । কানাঞি নকড়ি কৃষ্ণদাস দ্বিজবর ॥ পরমেশ্বর দাস বলরাম দামোদর। মুকুন্দাদি এ সভার শোভা মনোহর । শ্ৰীঅচ্যুতানন্দ যথা বসিলা ভোজনে। নামমাত্র কহি যে বসিলা তার সনে ৷ শ্ৰীঅচ্যুতানদের অনুজ শ্ৰীগোপাল। প্রেমভক্তিময় যেহে। পরম দয়াল ৷ শ্ৰীকান্তু পণ্ডিত বিষ্ণুদাস নারায়ণ । বনমালী দাস শ্ৰীঅনন্ত জনাৰ্দ্দন ॥ শ্ৰীমাধব লোকনাথ ভাগবতাচাৰ্য্য। এ সভার শোভা দেখি কেবা ধরে ধৈর্য্য ৷ রঘুনাথাচাৰ্য্য নিজ সঙ্গীগণ সনে । করয়ে ভোজন মহা আনন্দিত মনে ॥ ক্রবংশীবদন পুত্র ঐচৈতন্ত দাস । দ্বিজগণ লৈয়া ভুঞ্জে হইয়া উল্লাস । কিবা সে অপূৰ্ব্ব বাসা ঝলমল করে। সে মণ্ডলী শোভা দেখি কেব। ধৈর্য্য ধরে। শ্ৰীহৃদয় চৈতন্য লইয়৷ সৰ্ব্বজন । আপন বাসায় রঙ্গে করেন ভোজন ॥ .কিবা সে মণ্ডলী চারু অঙ্গন ঘেরিয়া । জুড়ায় নয়ন প্রাণ সে শোভা হেরিয়া ॥ শ্ৰীপতি শ্ৰীনিধি কৃষ্ণদাস শ্ৰীসঞ্জয়। কাশীনাথ মুকুন্দ পরমানন্দময় ॥ শেখর পণ্ডিত কৃষ্ণদাস বৈদ। আর । শুভানন্দ শ্ৰীগোপাল আচাৰ্য্য উদার । কবিচন্দ্র কীৰ্ত্তনিয়া ষষ্ঠবর আদি । ভুঞ্জে এক বাসায় সে শোভার অবধি । আকাই হাটের কৃষ্ণদাস সঙ্গীসহ । ভুঞ্জে নিজ বাসায় সে আনন্দ বিগ্রন্থ । বাণীনাথ শিবানন্দ বল্লভ চৈতন্ত । নৰ্ত্তক গোপাল যার নৃত্যে মহী ধন্ত ॥ ভাগবতাচাৰ্য্য জিতামিশ্র রঘু আর । ঐউদ্ধব কাশীনাথ পণ্ডিত উদার ॥ শ্ৰীনয়ন মিশ্র শ্ৰীমঙ্গল এক ঠাঞি । এ সভে ভুঞ্জয়ে সে শোভার সীমা নাই । ঐরঘুনন্দন স্কুলেচন আদি সঙ্গে। ভুঞ্জে নিজ বাসায় পরম প্রেমরঙ্গে ॥ সে মণ্ডলী দেখিতে দেবের সাধ হয়। কি দিব উপম অতি অদ্ভুত শোভয়। গণসহ শ্ৰীযদুনন্দন চক্ৰবৰ্ত্তী । ভুঞ্জে নিজ বাসায় সে আনন্দের মূৰ্ত্তি | গণসহ আচাৰ্য্য ঠাকুর মহাশয়। দেখিতে ভোজন রঙ্গ সৰ্ব্বত্র ভ্রময় ॥