পাতা:শ্রীশ্রীনরোত্তমবিলাস.djvu/৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীনরোভক্ষধিলঙ্গ । “. খ্রীমছাপ্রসাদ সেবা কৈলা সৰ্ব্বজন । পদ্মাবতী পার হইলেন শীঘ্ৰ করি। এ সভে করিলা নিজ বাঞ্ছিত পুরণ ॥ করিলা স্নানাদি ক্রিয় যাইয়া বুধরি ॥ সকল মহন্ত অতি অধৈৰ্য্য হইয়া । এথাতে মহান্তগণ রজনী প্রভাতে । রছিলেন মৌন অবলম্বন করিয়া ॥ ঈশ্বরীর বাসা গেল বিদায় হইতে ॥ আচাৰ্য্য ঠাকুর গিয়া ঈশ্বরীর পাশে । শ্ৰীঅচ্যুতানন্দ কহে করিয়া ক্ৰন্দন। সকল বৃত্তান্ত কহিলেন মৃত্নভাষে ॥ পুনঃ না দেখিব ঐছে লয় মোর মন ॥ শ্ৰীঈশ্বরী আচার্য্যেরে ব্যাকুল দেখিয়া শ্ৰীগোপাল আদি যত ব্যাকুল হইয়। করিলেন স্থির অতি যত্নে প্রবোধিয়া ॥ কহিলেন যত তা শুনিলে দ্রবে হিয়া ॥ শ্ৰীজাহ্নবী ঈশ্বরী পরম বাৎসলোতে। শ্ৰীপতি শ্ৰীনিধি আদি কিছু নিবেদিতে । নিজ ভুক্ত শেষ দিলা আচার্য্যে ভুঞ্জিতে হইলা অধৈৰ্য্য ধারা বহয়ে নেত্ৰেতে ॥ ভুঞ্জিয়া আনন্দে কিছু লৈয়া চলিলা । বিপ্র বাণীনাথ আদি যত্বে নিবেদয় । নরোত্তম আদি প্রিয়গণে ভুঞ্জাইলা ॥ শুনিতে ত। দ্রবে দারু পাষাণ হৃদয়। ঐ জাহ্নবী ঈশ্বরীর প্রসাদ ভক্ষণে । রঘুনাথ আচার্য্যাদি কাতর অস্তরে। না জানয়ে কত বা আনন্দ হৈল মনে ॥ যাহা নিবেদিলা তাহ বণিতে কে পারে । আচার্যা ঠাকুর সন্তোষের প্রতি কয়। " | শ্ৰীহৃদয় চৈতন্য করয়ে নিবেদন। নৌকার সঙ্গতি যেন অতি শীঘ্র হয়। এই কর শীঘ্ৰ যেন দেখি শ্ৰীচরণ ॥ সন্তোষ কহয়ে পূৰ্ব্বে পাঠাইলু দূত । শ্ৰীচাদ হালদার মিতু হালদার সকলে। পদ্মাবতী তীরে নৌকা হইল প্রস্তুত ॥ | নিবেদিতে নারে পড়ি কান্দে ভূমিতলে । শুনি ঐআচার্য হর্ষ হৈয়া বাসা গেল শ্ৰীচৈতন্ত দাসাদি কহিতে কিছু চায়। নিজ নিজ স্থানে সভে বিশ্রাম করিল। হইতে কিঞ্চিৎ নিদ্র রাত্রি শেষ হৈলা । গাত্ৰোখান করি সভে প্রাতঃপ্রিয়া কৈল৷ স্ত্রীমঙ্গল আরাত্রিক করিয়া দর্শন । একত্র হইল সৰ্ব্ব পাককর্তাগণ ॥ ঐগোবিন্দ কবিরাজ আদি কথোজন । র্তী সভারে লৈয়৷ শীঘ্ৰ করিলা গমন ॥ মুখে না নিঃসরে বাক্য ব্যাকুল হিয়ায়ু ॥ অতি বাগ্র হৈয়া কহে ভ্ররঘুনন্দন। অনুগ্রহ করি শীঘ্র দিবেন দর্শন ৷ শ্ৰীযদুনন্দন কহে বুন্দাবন হৈতে। আসিবেল শীঘ্র এই পামরে শোধিতে ॥ ইছে মহাব্যাকুল মহাস্ত জনে জনে। বিদায় হইয় গেলা প্রভুর প্রাঙ্গণে ॥