ግፏ፡ ক্রনরোত্তম বিলাস । -سم سسسس 0 জীমীনকেতন রামদাস বৃন্দাবন। নরোত্তম রামচন্দ্র আদি যত জন । কমলাকর পিপলাই আদি কথোজন ॥ | গণ সহ গুণমানন্দ সভার জীবন ॥ এ সভে ঈশ্বরী আজ্ঞ খড়দহ যাইতে হৃদয় চৈতন্ত অতি স্নেহের আবেশে । হইয়৷ বিদায় কেহ নারে স্থির হৈতে ॥ | শুমাননো সমৰ্পিয়া দিলা শ্ৰীনিবাসে ॥ বিদায় হইয়া সভে করিতে গমন । শ্ৰীহৃদয়-চৈতন্তের গুণমানন্দ প্রতি । ঈশ্বরী হইলা যৈছে না হয় বর্ণন ॥ যৈছে অনুগ্রহ, তা বর্ণিতে কি শকতি ॥ সকলে একত্র হৈয়া প্রভুর প্রাঙ্গণে । সকল মহান্ত নরোত্তম খ্ৰীনিবাসে। হইলেন প্রেমে মত্ত প্রভুর দর্শনে ॥ ঐছে কত কহিলেন সুমধুর ভাষে । ভূমিতে পড়িয়া প্ৰণময়ে বারবার। ধূলায় ধূসর অঙ্গ হইল সভার ॥ আচার্যাদি মঙ্গল চিন্তয়ে প্রভু আগে । সভে শ্ৰীআচার্য্য নরোত্তম সঙ্গ মাগে ৷ সভে কহে ওহে প্ৰভু কমললোচন । জন্মে জন্মে শুনি যেন ঐছে সংকীৰ্ত্তন ॥ এইরূপ সভে কত প্রার্থনা করিয়া । চলয়ে প্রভুর স্থানে বিদায় হইয়া ॥ হৈয়া মহা-ব্যাকুল পূজারী সেইক্ষণে । প্রভুর প্রসাদি বস্ত্র দিলা সৰ্ব্বজনে ॥ লইয়া প্রসাদি বস্ত্র মস্তকে ধরিয়া । চল্লিন লভে অতি অধৈর্য হইয়া। ঐহৃদয় চৈতন্ত আচার্যে কোলে করি। প্রেমের আবশে কিছু কহে ধরি ধরি ॥ মধ্যে মধ্যে অম্বিক যাইয়া দেখা দিবে। গ্রামানন্দে আপনার করিয়া জানিবে ॥ আচার্ষ্য কহেন শুমানন্দ মোর প্রাণ । খামানন্দ প্রতি মোর নাহি অন্য জ্ঞান'৷
খেতরি ছাড়িয়া সভে কথোদুর যাইতে । উঠিল ক্ৰন্দন রোল থেতরি গ্রামেতে ॥ কিবা বাল বৃদ্ধ সভে করে হয় তায় । এমন করিয়া কহ কেবা কোথা যায় ॥ সকল মহান্ত সে সভার কথা শুনি । হইলেন যৈছে তাঙ্গ কহিতে কি জানি ॥ পদ্মাবতী তীরে সভে আসি কতক্ষণে । আচাৰ্য্যাদি সভারে প্রবোধে জনে জনে ॥ সভে দৃঢ় আলিঙ্গন করিয়া সভায় । রামচন্দ্রাদিক সঙ্গ চড়িলা নৌকায় ॥ কর্ণধার শীঘ্র নৌকা দিলেন বাহিয়া । আচাৰ্য্যাদি কান্দে সভে ভূমে লোটাইয়া ॥ এ সভার দশা দেখি মহাস্ত সকল । নিবারিতে নারে কেহ নয়নের জল ৷ প্রভু ইচ্ছামতে স্থির হৈল সৰ্ব্বজনে। পদ্মাবতী পার হইলেন কতক্ষণে ॥ পদ্মাবতী তীরে সভে স্নানাদি করিয়া । চলিলা বুধরি গ্রামে প্রসাদ ভুঞ্জিয় ॥ ।