w. শ্ৰীনরোত্তম বিলাস । e তথাতে দেখিলা লোক অসংখ্য বসিয়া । শ্ৰীমহাপ্রসাদ ভুঞ্জে উল্লাসিত হৈয়৷ হইল সভার মহাপ্রসাদ সেবন । হরিধ্বনি করি উঠলেন সব্বজন ॥ ঐছে সভে প্রসাদ ভুঞ্জয়ে ঠাঞি ঠাঞি । বৈষ্ণবমণ্ডলী যত তার অন্ত নাই ॥ প্রভুগণ গমন বিচ্ছেদে ছিল দুঃখী । ঈশ্বরী ইচ্ছাতে সভে হৈলা মহাসুখী ॥ ঈশ্বরীর ইচ্ছা কেবা বুঝিবারে পারে। সেই সে বুঝয়ে অতুগ্রহ হয় যারে ॥ ঐছে মহামুখে হৈলা দিবা অবসান । ঐঈশ্বরী কৈলা প্ৰভু মন্দিরে পয়ান। প্রভুরূপ মাধুর্য দেখিল নেত্ৰ ভরি। ক্রমালা প্রসাদ আনি দিলেন পূজারী। হৈল সন্ধা সময় আরতি দরশনে । আইলা অসংখ্য লোক প্রভুর প্রাঙ্গণে ॥ করিয়া প্রভুর চারু আরতি দর্শন। সভে মেলি আরম্ভিলা নাম সংকীৰ্ত্তন ॥ শ্ৰীনাম কীৰ্ত্তনধ্বনি ভুবন ব্যাপিল । কিবা বাল-বৃদ্ধ সভে উন্মত্ত হইল । দেবর্তী মন্থযে মিশাইয়া নাম গায় । সভেই মনের সাধে ধূলায় লোটায় ॥ কেহ উদ্ধ বাহু করি করয়ে নৰ্ত্তন । কেহ বীর দৰ্পে করে হুঙ্কার গর্জন | লঙ্কে লম্ফে ফিরে কেহ হাততালি দিয়া । নেত্রঞ্জলে ভাসে কেহ করে আলিঙ্গিয় ॥ ঐছে নানা ভাবের বিকার ক্ষণে ক্ষণে । কে বর্ণিবে যৈছে মুখ শ্ৰীনামকীৰ্ত্তনে ॥ শ্ৰীনামকীৰ্ত্তন-সুধা যে করিলা পান। তার সম জগতে কে আছে ভাগ্যবান ॥ হইল সভার ঐছে ঐনামে আবেশ । কেহ বা জানিলা কৈছে রাত্রি হৈল শেষ প্রভু ইচ্ছামতে সভে স্থগিত হইলা । ঐজাহ্নবী ঈশ্বরী উল্লাসে বাস গেল । রজনী প্রভাতকালে প্রাতঃক্রিয় সারি। করিলেন স্নান উষ্ণ জলে শীঘ্ৰ করি ॥ নিজ নিয়মিত কৰ্ম্ম করি হর্ষচিতে। রন্ধনের আয়োজন করিলা বাসাতে ॥ এথা আচার্য্যাদি সভে প্রাতঃক্রিয়া সারি। | নিয়মিত কৰ্ম্ম করিলেন স্নান করি ॥ শ্ৰীমন্দিরে রাজভোগ আরতি দেখিয়া । আইলা শ্ৰীঈশ্বরী-সমীপে হর্ষ হৈয়া ॥ ঈশ্বরী করিয়া পাক সমপি প্রভুরে। ভোগ সরাইয়া আসি বসিলা বাহিরে ৷ আচৰ্য্যাদি প্রতি কহে মধুর বচন । রামচন্দ্রাদিক না আইলা এতক্ষণ ॥ এত কহি উদ্বেগে চহয়ে চারিভিতে । হেনকালে আইল সভে বুধরি হইতে ॥ রামচন্দ্র গোবিন্দাদি প্রভু প্ৰণমিঞ্চ । জিজ্ঞাসিতে সংবাদ কহয়ে ব্যগ্ৰ হৈয়া ॥ পদ্মপার ছৈয়া সভে স্নানাহ্যিক করি। ভুঞ্জিয়া প্রসাদ শীঘ্ৰ গেলেন বুধরি ॥
পাতা:শ্রীশ্রীনরোত্তমবিলাস.djvu/৮০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।