পাতা:শ্রীশ্রীনরোত্তমবিলাস.djvu/৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

" জীনরোত্তমকিলাম। - : پ« ماہ ٔہمہمہ سہسپہ سہی۔ স্বর্ণরৌপ্য মুদ্র বহু বস্তু পুনঃ দিল । । গমনোপযুক্ত কাৰ্য সব সমাধিলা। শ্ৰীসন্তোষ রায়ের ভাগ্যের নাই পার। লক্ষ্মী হৈয় যার অর্থ কৈলা অঙ্গীকার ॥ " সকল প্রস্তুত কিছু অপেক্ষা না দেখি । শ্ৰীজাহ্নবী ঈশ্বরী হইল মহাসুখী ॥ জীমন্দিরে সন্ধ্য আরাত্রিক দরশনে । চলিলেন ঈশ্বরী পরমানন্দ মনে ॥ , করিয়া প্রভুর আরাত্রিক দরশন। মনে যে হইল তাহা কৈলা নিবেদন ॥ প্রভুর গলার মাল| উছলি পড়িতে । পূজারী আনিয়া দিলা ঈশ্বরীর হাতে ॥ ঈশ্বরী সে মালাঁ কৈল মস্তকৈ ধারণ । ঈশ্বরীর মনোবৃত্তি বুঝে কোন জন । প্রভু আগে নাম কীৰ্ত্তনাদি হৈল তৈছে। কি বলিব শ্ৰীঈশ্বরী বাসা গেলা যৈছে ৷ করিলা শয়ন হৈল প্রভাত সময় । সভে প্রাতঃক্রিয়া কৈল ব্যাকুল হৃদয় ॥ ঐটশ্বরী প্রভু আগে বিদায় হইলা । পুজারী প্রসাদি মালা বহু আনি দিলা ॥ ঐঈশ্বর সঙ্গে যে যে করয়ে গমন। র্ত সভার নাম কিছু করিয়ে গণন। স্বৰ্য্যদাসামুজ খ্ৰীপণ্ডিত কৃষ্ণদাস । মাধব আচাৰ্য্য যার অদ্ভুত বিলাস ॥ মুরারি চৈতম্ভ কৃষ্ণদাস'দ্বিজবর। নৃসিংহ চৈতন্ত বলরাম মহীধর ॥ بينما কানাঞি নকড়ি দাস গৌরাঙ্গ শঙ্কর। জীপরমেশ্বর দাস দাস দামোদর। . রঘুপতি বৈদ্য উপাধ্যায় মনোহর। জ্ঞানদাস মুকুন্দাদি গুণের সাগর ॥ এ সভার প্রভাব বর্ণিব কোন জনে । পরম প্রবীণ ফুষ্ট পাষণ্ডী দমনে ॥ । এই সব সঙ্গী আর ঈশ্বরী আজ্ঞাতে। চলিলেন কথোজন থেতরি হইতে ॥ শ্ৰীগোবিন্দ শ্ৰীগোপীরমণ ভগবান। গোকুল নৃসিংহ বাসুদেবাদি প্রধান ॥ | এ সভা সহিত শ্ৰীজাহ্নবী শুভক্ষণে ॥: খেতরি হইতে যাত্র করিলা বিহানে ॥ শ্ৰীখেতরি গ্রামের লোকের ধৈর্য্য নাই। ঈশ্বরী গমনে সভে কানো ঠাঞি ঠাঞি ॥ ক্রান্তমসি আচাৰ্য ঠাকুর। কান্দিতে কান্দিতে সঙ্গে চলে কথোদুর। স্নেহ মূৰ্ত্তিমতী শ্ৰীজাহ্নবা এ সভারে। করয়ে প্রবোধ বাহ্যে অধৈৰ্য্য অস্তরে ॥ সুমধুর বাক্যে সভে করিয়া বিদায়। চলিলেন অগ্রে শীঘ্ৰ চড়িয়া দোলায় ॥ কৃষ্ণদাস মাধব আচাৰ্য্য আদি যত । নিবারিতে নারে নেত্রধার অবিরত ॥ ঐআচাৰ্য্য মহাশয় শ্যামানন্দ আদি । এ সভার হৈল মহাদুঃখের অবধি। পরস্পর কহি কত হইল বিদায় । । সে সব গুনিতে ধৈৰ্য্য কে ধরে হিয়ায় ॥ ।