পাতা:শ্রীশ্রীনরোত্তমবিলাস.djvu/৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীনরোত্তম-বিলাস । 切-> ঐগিবিদ আদি সভে বিদায় হইতে শ্ৰীমহাপ্রসাদ ভুঞ্জাইয়া সৰ্ব্বজনে। আচার্য শ্ৰীনরোত্তম নারে স্থির হৈতে। করিলা বিদায় কত কহিয়া সকলে । চলিলেন সভে সিক্ত হৈয় নেত্রজলে ৷ আচাৰ্য্যাদি সভে সে গমন পথ চাঞ।। আইলা খেতরি গ্রামে ব্যাকুল হইয়। খেতরি গ্রামের লোক হইয়া মৃত্যুপ্রায়। বিরলে বসিয়া শ্ৰীজাহ্নবী-গুণ গায় ॥ কেহ কণর প্রতি কহে যত্নে ধর্য্য ধরি। বৃন্দাবন হৈতে শীঘ্ৰ আসিব ঈশ্বরী ॥ কেহ কহে দেশে যাইবেন অন্তপথে । কি কাৰ্য্য আছয়ে পুনঃ আসিব এথাতে ॥ কেহ কহে এই শ্ৰী আচাৰ্য্য মহাশয় । ভক্তিবলে তারে বশ করিলা নিশ্চয় ॥ কেহ কহে তেঁহ এ সভার প্রেমাধীন। দপিবে সাক্ষাতে এই গেল কথোদিন ॥ এছে পরস্পর কত কহি ধৈর্য্য ধরে। অকস্মাৎ হৈল সুখ সভার অন্তরে ॥ 'এথ ঐআচার্য শ্ৰীঠাকুর মহাশয়। গুণমানন্দ আদি অইল প্রভুর আলয় ॥ ধরিলেন ধৈর্য্য সভে ঈশ্বরী ইচ্ছায় । আনন্দু উদয় হৈল সভার হিয়ায় ॥ মনাহ্যিক ক্রিয় সুথে সরি সব্বজন । রাজভোগ আরাত্রিক করিল দশন ৷ স্থানে স্থানে বৈষ্ণবের বাসাঘর গিয়া । আচার্য ঠাকুর সভে আইল সম্বোধিয়া ॥ So নিজগোষ্ঠী লৈয় বসে প্রভুর প্রাঙ্গণে ॥ কিবা অপূৰ্ব্ব শোভ দেখিতে সুন্দর। প্রেমভক্তিময় সে সভার কলেবর ॥ প্রভু পকিকৰ্ত্তাগণ মনের উল্লাসে । অন্ত-ব্যঞ্জনাদি অতি যত্নে পরিবেশে ॥ আচার্য ঠাকুর রামচন্দ্র মহাশয় । শ্ৰীদাস গোকুলানন্দ গুণের আলয় ॥ শুীমানন্দ ব্যাস রামকৃষ্ণাদি কৌতুকে । ভুঞ্জে শাক সুপাদি প্রশংসি মহাসুখে ॥ করিয়া ভোজন সুথে করি আচমন । প্রসাদি তাম্বুল যত্নে করিলা ভক্ষণ ॥ সভা লৈয়া বসিলা আচাৰ্য্য মহাশয় । কৃষ্ণকথা-রসে মগ্ন সভার হৃদয় | ভাগ্যবন্ত জন তাহা করিলা শ্রবণ । গ্রন্থের বাহুল্য ভয়ে না হয় বর্ণন ॥ দিব অবসান সভে সারি নিজ ক্রিয়া । প্রভুর প্রাঙ্গণে আইল মহাহৰ্ষ চৈয় ॥ .যে সকল বৈষ্ণব ছিলেন স্থানে স্থানে । সভে আগমন কৈলা প্রভুর প্রাঙ্গণে ॥ র্ত সভার মনোবৃত্তি বিদায় হৈতে । বুঝির আচাৰ্য্য সভে কহেন নিভৃতে ॥ তোমাদের স্থান এই কহিতে কি আর । মধ্যে মধ্য হয় যেন গমন সভার ॥ অদ্য দেখ দিবস হৈল অবসান । কালি এাতে নিজ গৃহে করিবে প্রয়াণ ॥