ঐনরোত্তমবিলাস। এথ নরোত্তম শ্ৰীআচার্য্যে নিবেদিতে.। করিলেন স্নান নরোত্তমাদি সহিতে ॥ নিজ নিজ নিয়মিত কৰ্ম্ম সভে সারি। ভূঞ্জিলেন কিছু মিষ্টান্নাদি যত্ন করি ॥ নরোত্তম শ্ৰীনিবাসাচাৰ্য্য দুই জনে। ন জানি কি প্রসঙ্গেতে ছিলেন নির্জনে ॥ দেহে নিজ নিজ নেত্রজলে সিক্ত হৈয়া । করিলেন প্রভুর দর্শন সভা লৈয় ॥ রাজভোগ আরাত্রিক করিয়া দর্শন। প্রভু প্রসাদান্ন আদি করিলা ভোজন ॥ আচমন করি সভে বসিলা আসনে । প্রসাদি তাম্বুল ভুঞ্জিলেন সৰ্ব্বজনে ॥ ঐঠাকুর মহাশয় কবিরাজ প্রতি । কহেন আচার্য্য অতি যত্নে ধরি ধৃতি ॥ গুমানন্দ সহ যাত্রা করিব প্রভাতে। পদ্মাপার তৈয়া যাব বুধরি গ্রামেতে ॥ জাজিগ্রাম গিয়া অতি শীঘ্র তথা হৈতে। বন-বিষ্ণুপুরে হৈয়া আসিব ত্বরিতে। গুমানন্দ নবদ্বীপ অম্বিকা হইয়া। : রহিব ধাবেদ বাহাদুর পুর গিয় ॥ সে সকল দেশে করি ভক্তির প্রচার । পত্রীদ্বারে শীঘ্র পাঠাবেন সমাচার ॥ জাজিগ্রাম ঃৈতে সৰ্ব্ব সংবাদ লিথিয় । লোকদ্বারে শীঘ্ৰ করি দিব পাঠাইয়া ॥ এথা আসিবেন যবে শ্ৰীমতী ঈশ্বরী। জাজিগ্রামে পত্রী পাঠাইবা শীঘ্ৰকরি ॥ bb ঈশ্বরীর সেই পথে হইবে গমন । এথ হৈতে সেই সঙ্গে যাবে সৰ্ব্বজন ॥ ঈশ্বরীর গমন হইলে তথা হৈতে। সকলে আসিব শীঘ্র খেতরি গ্রামেতে ॥ ঐছে কত কহিলেন আচাৰ্য্য ঠাকুর । শুনিতেই সভার ধৈর্য গেল দূর ॥ তথাপিহ ধৈর্য্য করিলেন সৰ্ব্ব জন । করিলেন সন্তোষ গমন আয়োজন ॥ বুধরি গ্রামেতে শীঘ্র পত্রী পাঠাইলা । পদ্মাতীরে নৌকাদি প্রস্তুত করাইলা ॥ শ্ৰীষ্ঠামানন্দের সঙ্গে যাইবেক যাহা । ঐরসিকানন্দে সমর্পণ কৈল তাহা ॥ ঐআচাৰ্য্য ঠাকুরের সঙ্গে যাহা চাই। তাহা দিল কর্ণপুর কবিরাজ ঠাঞি। ঐছে খ্ৰীসন্তোষ সৰ্ব্বকাৰ্য্য সমাধিল । ঠাকুরের আগে আসি সব নিবেদিলা ॥ শুনিয়া আচার্য্য অতি প্রসন্ন অন্তরে । সভা লৈয়া চলিলেন প্রভুর ভাণ্ডারে । দেখিলেন সকল সামগ্ৰী পূর্ণ তথা । ঐছে দৃষ্টি করিলা ভাণ্ডার যথা যথা ॥ বারবার কহয়ে সন্তোষ ভাগ্যবান । করিল সামগ্ৰী ঐছে হৈল অফুরাণ ॥ ঐছে কত কহি আইলা প্রভুর অঙ্গনে। হইল আনন্দ সন্ধ্য আরতি দর্শনে ॥ পূজারী দিলেন মালাপ্রসদ সভায়। হইল অপুৰ্ব্ব শোভা সভার গলয় ॥
পাতা:শ্রীশ্রীনরোত্তমবিলাস.djvu/৮৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।