পাতা:শ্রীশ্রীনরোত্তমবিলাস.djvu/৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

tr8 প্রভুরূপ মাধুর্য দেখিতে সৰ্ব্বজন । হইল নিমিখ হীন সভার নয়ন ॥ আচার্য্য ঠাকুর ধৈর্য ধরিতে না পারে। শ্ৰীনরোওমের পানে চায় বারে বারে ॥ আচার্য্যের মনোবৃত্তি জানি মহাশয় । আরম্ভয়ে সংকীৰ্ত্তন সুখের আলয় ॥ শ্ৰীনরোত্তম বিলঙ্গ। গায়ক বাদকগণ প্রভুর প্রাঙ্গণে। থেল করতাল লৈা আইল তৎক্ষণ । দেবীবাস গোকুল গৌরাঙ্গ আদি যত । খোল করতল বায় পরম অদ্ভুত | শ্ৰীঠাকুর মহাশয় মনের উল্লাসে । আলাপয়ে গীত যে রচিলা বাসুঘোষে । তথাহি গীতম। “সখি হে ওই দেখ গোরা কলেবর । কতচন্দ্র জিনি মুখ সুন্দর অধর ॥ করীবর কর জিনি বাহু সুবলনি । খঞ্জন জিনিয়া গোর নয়ন নাচনি ৷ চন্দন তিলক শোভে সুচার কপালে। আজানু লম্বিত বাহু বনমাল গলে । কম্বুকণ্ঠ পীন পরিসর হিয়া মাঝে । চন্দনে শোভিত কত রত্নহার সাজে ॥ }রাম রম্ভ জিনি উর অরুণ বসন । নখমণি জিনি পূর্ণ ইন্দু দরপণ । বাসুঘোষ বলে গেরি কোথা ন আছিল । যুবতী বধিতে রূপ বিবি পিজিল"। গীতের আলাপ যৈছে কহিলে না হয়। বাজে মৰ্দ্দলাদি সৰ্ব্ব চিত্ত আকৰ্ষয় । মৃদঙ্গের শব্দ-সুধা আলাপ মধুর। শুনি প্রেমে মত্ত হৈলা আচাৰ্য্য ঠাকুর | করিতে নৰ্ত্তন দাড়াইল ভঙ্গী করি। কে ধরে ধৈর্য সে মৰ্ব ভঙ্গী হেরি। কিবা সে পুলক অঙ্গ ঝলমল করে। রূপে কত কনক দর্পণ দৰ্প করে। কিবা চন্দ্র বদনে মিলিত মৃদুহাস । অরুণ অধর কুন্দু দর্শন প্রকাশ ৷ অকৰ্ণ পর্য্যন্ত পদ্ম নেত্ৰ মনোরম ৷ ভুরু ভঙ্গ পাতি নাস শুষ্ক চঞ্চু সম ॥. শ্রবণযুগল গণ্ড ছটা মনোহর । আজাষ্ট্রলম্বিত বাহু বক্ষ পরিসর li সুমধুর নাভী মধ্য দেশ অনুপম । মুগঠন জালুচারু চরণ ললাম। কিব। সে অপূৰ্ব্ব শোভা ভাবের আবেশে করয়ে নৰ্ত্তন লোক দেখে চারি পাশে । যদ্যপি পেতরি হুৈতে বহু লোক গেল । তথাপিক অনেক বিশিষ্ট লোক ছিল ৷ থেতরি নিবাসী যত একত্র হইয়া । প্রভুর প্রাঙ্গণে সভে আইলা ধাইয়৷ ৷ কত শত দীপ জলে উজ্জ্বল হবনী । মধ্যে মধ্যে লেক সব করে জয়ধ্বনি ॥ | | |