পাতা:শ্রীশ্রীনরোত্তমবিলাস.djvu/৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

بیتی عیسمس-مح ولمبي! আচাৰ্য্য ঠাকুর আগে কৈল সমৰ্পণ ॥ আচাৰ্য্য দিলেন মালা বসন সভারে।

  • ীপনে লইলা যত্নে মস্তক উপরে ॥

বাম্বে ধৈর্ঘ্য প্রকাশি প্রবেধি সৰ্ব্বজনে। খেতরি হইতে যাত্র কৈলা শুভক্ষণে ॥ ঐচাকুর মহাশয় ব্যাকুল হইল। রামচন্দ্র কবিরাজ যত্নে প্রবোধিলা ॥ পাৰতী তীরে গিয়া আচাৰ্য্য ঠাকুর। নৌকায় চড়িলা শীঘ্ৰ ধৈৰ্য্য গেল দূর। ঐঠাকুর মহাশয় শুমানন্দ প্রতি । কছিল যতেক তাহা কহি কি শকতি ।

শ্ৰামানন্দ ভাসে দুটি নয়নের জলে। নরোত্তম কান্দে শুামানন্দে করি কোলে ৷ পরম্পর ঐছে সভে করয়ে ক্ৰন্দন । লে ক্ৰন্দন শুনি ধৈর্য্য ধরে কে এমন ॥ কতক্ষণে সভে প্রবোধিলা রামচন্দ্র । গণ সহ নৌকায় চড়িলা গুমানন্দ ॥ কর্ণধার নৌকা চালাইলা শীঘ্ৰ করি। পদ্মাপার হৈয়া শীঘ্ৰ গেলেন বুধরি। এখা সভাসহ স্নান করি মহাশয় । আইলা খেতরি অতি ব্যাকুল হৃদয় ॥ প্রভুর প্রাঙ্গণে সভে উপনীত হৈতে । অকস্মাৎ আনন্দ উদয় হৈল চিতে ॥ জয় জয় প্রমানন্দময় শ্ৰীঅঙ্গন । যথা গণ সঙ্গ নাচে শ্ৰীশচীনন্দন ৷ শ্ৰীনরোত্তম-বিলাস । ...........۔ --------۔۔--م --------------WikitanvirBot (আলাপ) যে দেখিলা এ হেন অঙ্গন মনোহর । যে হইল অঙ্গনের ধূলায় ধুসর। যে জন করয়ে এই অঙ্গন ধেয়ান । র্তার সম জগতে নাহিক ভাগ্যবান ॥ প্রভুর অঙ্গনে শ্ৰীঠাকুর মহাশয়ে। পূজারী আসিয়া অতি যত্নে নিবেদয়ে। রাজভোগ আরাত্রিক হৈল অনেকক্ষণ । সভা লৈয়া করশ ক্রপ্রসাদ সেবন। শুনি শ্ৰীঠাকুর মহাশয় হর্ষ হৈয়। শ্ৰীমহাপ্রসাদ ভুঞ্জিলেন সভে লৈয় ॥ খেতরি গ্রামীয় লোক প্রসাদ ভক্ষণে । না জানয়ে কত বা আনন্দ হৈল মনে ॥ সে দিবস আইলা বহু পাষণ্ডীর গণ । তাহারাও করিলেক প্রসাদ সেবন ॥ . প্রসাদ সেবনে হৈল ভক্তির উদয় । , অশ্রযুক্ত হৈল কেহ কার প্রতি কয়। ওহে ভাই মো সভার বিফল জীবন। করিলু কুক্ৰিয়া যত না হয় গণন ॥ কেহ কহে এবে কি টপীয় মে সভার । যমদণ্ড হইতে কে করিব উদ্ধার। *ক্ষত্ত্ব কহে এই যে ঠাকুর নরোত্তম । করিব উদ্ধার দেখি পতিত অধম ॥ . কেহ কহে তার আগে যাইতে অল্প হলে । কেহ কহে যাইয়া পড়িব পদতলে ৷ ঐছে কত কহি সভে কান্দিয়া কান্দিয়া । নরোত্তম আগে পুড়ে ভূমে লোটাইয়।