পাতা:শ্রীশ্রীনরোত্তমবিলাস.djvu/৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

AMMASAS SSAS SSAS SSAS SSAS দয়ার সমুদ্র জীঠাকুর মহাশ। সুমধুর বাকে তা সভার প্রতি কয় ॥ সম্বরহ ক্রনন তোমরা সভে ধন্ত । তোমা সভা উদ্ধারিব শ্ৰীকৃষ্ণ চৈতন্ত ॥ হীমহাশয়ের বাক্য শুনিয়া উল্লাসে। কর যোড় করি নিবেদয়ে মৃদুভাষে । ওহে প্রভু যতেক কুক্রিয়া লোকে কয়। সে সব করিতে কিছু না করিলু ভয় ॥ দেশে না আছিলু গিয়াছিলু দেশান্তরে। দস্থ্যকৰ্ম্ম করিয়া আইলু কালি ঘরে। মো সভারে দেখি মো সভার সঙ্গীগণ । কহিব কি তারা যত করিলা ভঁৎসন ॥ মহা দুরাচার দুষ্ট ছিলেন সে সব। প্রভূর করুণ হৈতে হইলা বৈষ্ণব ॥ ওহে প্ৰভু করুশা করহ মো সভারে। তোমার নিৰ্ম্মল যশঃ ঘুঘুক সংসারে। ঐছে বাক্য শুনি হৈল করুশ অশেষ । তা সভারে ঠাকুর করেন উপদেশ ॥ নিরন্তর সাধুসঙ্গ কর সৰ্ব্বজন। অতি দীন হৈয়া কর শ্রবণ কীৰ্ত্তন ॥ বৈষ্ণষ্ঠর স্থানে সদা হৈবে সাবধান। যেন কোনমতে কার নহে অসম্মান ॥ শ্ৰীনরোত্তম-বিলাস ।

Eyፃ ঐছে কত কহি পুন কহে বারবার। এই হরিনাম মন্ত্র কর সভে সার ॥ এত কহি বাহু পসারিয়া প্রেমাবেশে । আইস আইস কোলে করি কহে মৃত্নভাবে। দেখিয়া করুণা সভে পড়ি ক্ষিতিতলে । চরণ পরশি শিরে ভাসে নেত্রজলে ॥ এ সভার ভাগ্য যৈছে কহিলে না হয়। অনায়াসে হৈল প্রেমভক্তির উদয় ॥ দেবের দুল্লভ ধন পাঞী সে সকলে। না ধরে ধৈর্য ছিয়া আনন্দে উথলে ॥ ঐছে সব পাষণ্ডীর নাশয়ে দুস্কৃতি। ইহার শ্রবণে মিলে নিৰ্ম্মল ভকতি ॥ প্রেমভক্তি দাতা শ্ৰীঠাকুর মহাশয়। আচার্য্য সংবাদ বিনা উদ্বিগ্ন হৃদয় ॥ লেক পাঠাইতে রামচন্দ্র বাসা চলে। পরম মঙ্গল দৃষ্ট হৈল হেনকালে ॥ " আচার্য্যের পত্রী আইলা জাজিগ্রাম হৈতে পত্রীপাঠে পরম আননা হৈল চিতে ॥ মহাশয় সমাচার পত্রী পাঠাইয়া । রামচন্দ্র সহ বিলসয়ে হৰ্ষ হৈয়া ॥ পরম্পর কহে আচার্য্যের গুণগণ । যাহার শ্রবণে হয় দুঃখ বিমোচন ॥ " •নিরন্তর এসব শুনহ যত্ন করি। নরোত্তম-বিলাস কহয়ে নরহরি ॥ ইতি শ্ৰীনরোত্তম-বিলাসে অষ্টমোবিলাসঃ । اسجی-حساسی حساس