ঐনরোত্তম-বিলাস । : প্রভুর দর্শনে লক্ষ লক্ষ লোক ধায়। ঐছে রামকেলি আইলা প্ৰভু গৌররায় ॥ এথা সনাতন রূপ প্রভু আগমনে। মঙ্গসুখ সমুদ্রে ভাসয়ে গোষ্ঠী সনে ॥ কেশব ছত্ৰীন আদি যত প্রিয়গণ । সভাকার হৈল মহা উল্লাসিত মন ॥ রাজমন্ত্রী সনাতন রূপ সঙ্গোপনে । প্রথমে মিলিলা প্ৰভু প্রিয়বর্গ সনে ॥ নিত্যানন্দ প্ৰভু মহা অনুগ্রহ কৈলা । শ্ৰীকৃষ্ণচৈতন্যচন্দ্রে দোহে মিলাইল । দেহে মিলি শ্ৰীগৌরমুন্দর হর্ষ মনে । সিঞ্চিল অমৃত কত মধুর বচনে। নিতাননা প্রভু হরিদাস বক্রেশ্বর । মুকুন্দাদি সভে সুখ পাইলা বিস্তর । সনাতন রূপ প্ৰভু অনুগ্রহ মতে। যে আনন্দে মগ্ন তাহা কে পারে বণিতে ॥ অল্পদিন মহাপ্রভুরহেন তথাই । ইথে লোক ভিড় যত তার অন্ত নাই । প্রভু-সন্দর্শনে লোক স্থির হৈতে নারে । নিরন্তর প্রেমানন্দ সমুদ্রে সাতারে। প্রভুর অদ্ভুত লীলা বুঝি কোন জন । অন্তের কি কথা প্রেমে ভাসয়ে যবন ॥ একদিন প্রভু নিজ প্রিয়গণ লৈয়া। নাচে সংকীৰ্ত্তনে মহাপ্রেমে মত্ত হৈয়া ॥ নিরখিয়া শ্ৰীখেতরি গ্রাম দিশ পানে। অদ্ভূত আনন্দধারা বহে ছনয়নে ॥ নরোত্তম বলিয়া ডাকয়ে বারে বারে। দ্র ভক্তবাসলোতে স্থির হইতে নারে। করশাসমুদ্র প্রভু নিতানন্দ রায়। করয়ে হুঙ্কার মহা আনন্দ হিয়ায় ॥ হরিদাস বক্রেশ্বর আদি প্রেমময়। র্তা সভার চিত্তে হৈল মহাহর্ষোদয় ॥ প্রভুর অদ্ভুত ভাব দেখি সৰ্ব্বজনে । কেহ কার প্রতি কহে অতি সঙ্গোপনে ॥ নরোত্তমনাম প্রভু লন বারবার। ইথে বুঝিলাম কিছু কারণ ইহার ॥ প্রভু-প্রেমপত্ৰ:কেহো নরোত্তম নামে । ঞিয়ার প্রকট এই দেশে কোন গ্রামে। না জানি যে কোন ভাগ্যবন্ত মহাশয় । পাইব এ হেন পুত্র প্রভু প্রেমময় ॥ হেন নরোত্তমে যেহে ধরিব উদরে । র্তার সম ভাগ্যবতী নাহিক সংসারে ॥ নরোত্তম দ্বারা কাৰ্য্য সাধিব অনেক । প্রভু ভাবাবেশে কিছু হইল পরতেক ॥ ঐছে নীলাচলে প্ৰভু ভুবনমোহন। শ্ৰীনিবাস নাম লৈয়া করিলা ক্ৰন্দন ॥ শ্ৰীনিবাস প্রকট হইব যার ঘরে । তাহা মহাপ্রভু ব্যক্ত করিলা সংসারে। । ঐচৈতন্তদাস পিতা মাত লক্ষ্মীপ্রিয়া। : প্রভুকে দেখিলা দোহে নীলাচল গিয়া। ; দোহে গৌড়দেশ আইলা প্রভুর আজ্ঞায় মু অতি উল্লাসে তথা দেখিল দেহায়।
পাতা:শ্রীশ্রীনরোত্তমবিলাস.djvu/৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।