পাতা:শ্রীশ্রীনরোত্তমবিলাস.djvu/৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লৰম বিলাস । জয় গৌর নিতানন্দাদ্বৈত গণসহ। এ দীন দুঃথিরে প্রভু কর অনুগ্রহ ॥ জয় জয় কৃপার সমুদ্র শ্রোতাগণ । এবে যে কহিয়ে তাহ করহ শ্রবণ ॥ শ্ৰীজাহ্নবী ঈশ্বরী পেতরি গ্রাম হৈতে। কৈলা অলৌকিক কার্য বৃন্দাবন যাইতে ॥ তাহা কি কহিব দুষ্ট পাষণ্ডী যবন। . অনায়াসে পাইল দুল্ল ভ ভক্তিধন । সে সব লোকের সঙ্গ করিলেন যারা । ক্রীকৃষ্ণচৈতন্ত গুণে মন্ত হৈলা তারা ॥ সভাসহ ঈশ্বরীর গমন যে পথে। সে সব দেশীয় লোক ধায় সাথে সাথে ॥ যে গ্রামেতে গিয়া যে দিবস স্থিতি হয়। সে গ্রামীয় লোকের আনন্দ অতিশয় ॥ ঐছে কত জীবের কলুষ নাশ করি। । প্রয়াগ হইয়া শীঘ্ৰ গেল মধুপুরী। সভাসহ ঐবিশ্রামঘাটে করি স্নান। • । ভ্ৰমাণুর ব্রাহ্মণের করিলা সম্মান ॥ সে দিবস রক্তি নিশি প্রাতে স্নান করি । | | তথা হৈতে চলিলন উল্লাসে ঈশ্বরী ॥ ঈশ্বরীর হৈল মথুরাতে আগমন। একথা সৰ্ব্বত্র শুনিলেন সৰ্ব্বজন ॥ গোস্বামী সকল শীঘ্ৰ বৃন্দাবন হৈতে। মনের উল্লাসে আইসে আগুসরি লৈতে ॥ এথা দূর হৈতে সভা সহিত ঈররী। বিহ্বল হইয় দেখে বনের মাধুরী। নহে নিবারণ নেত্রজলে সিক্ত তৈয়া । পদব্রজ চলে দোলা হইতে নামিয়া ॥ ঈশ্বরীর আগে শ্ৰীপরমেশ্বর দাস । ধীরে ধীরে কহে অতি সুমধুর ভায । শ্ৰীগোপাল ভট্ট শ্ৰীভূগর্ভ লোকনাথ । ঐাজীব শ্ৰীকৃষ্ণ পণ্ডিতাদি এক সাথ । এ সকলে আইলেন আগুসরি লৈতে । এত কহি সভারে দেখান দূরে হৈতে ॥ তা সভারে দেগিয়া খ্রীজাহ্নবী ঈশ্বরী। হইলেন যৈছে তাহা কহিতে না পারি। গোস্বামী সকল ঈশ্বরীর দর্শনেতে । হইল অধৈর্য্য তক্র নারে নিবরিতে ॥ ভূমি পড়ি প্রণমিঞা ঈশ্বরী চরণে। কহিতে নারয়ে কিছু যত উঠে মনে ॥ কৃষ্ণদাস সরখেল নাঙ্গচাৰ্য্যাদি । ! সভাসহ মিলন ইল মগাবিধি ৷ শ্ৰী পরমেশ্বর দাস গোবিন্যাদি লৈয়া । মিলাইলা সকলের পরিচয় দিয়া ।