পাতা:শ্রীশ্রীনরোত্তমবিলাস.djvu/৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একত্রে হৈল অনেকের দরশন ; ভূমে পড়ি বন্দিলেন সভার চরণ ॥ সভে অতি অনুগ্রহ কৈলা এ সভারে । শ্ৰীজীব গোস্বামী স্নেহে কহে গোবিন্দেরে। তথাকার সংবাদ আচার্য্যে জানাইবা । নিজকৃত গীতামৃত পঠাইয়া দিব ॥ অতি অল্পদিনে এই গ্রন্থ সমধিব। লোকদ্বারে পত্রসহ গ্রন্থ পাঠাইব । এত কহি গোপাল বিরুদাবলি দিলা ! কৃষ্ণদাস কবিরাজ আদি প্রশংসিলা ॥ ঐছে সৰ্ব্বত্রেই সভে দর্শন করিয়া । করিলা বিশ্রাম শীঘ্র বাসায় আসিয়া ॥ ঈশ্বরী অনেক রাত্রে করিলা শয়ন। স্বপ্নস্থলে গোপীনাথ দিলেন দর্শন ॥ আপন গলার মালা দিলা জাহ্নবারে । লহু লহু হাসিয়া কহয়ে ধীরে ধীরে ॥ মোর প্রিয়া দেখি মনে করিয়াছ যাহা । গৌড়দেশ গিয়া পাঠাইব শীঘ্র তাহা ॥ তেঁহ বামে রহিবেন: এই দক্ষিণেতে। হইব যে শোভা তাহ পাইব দেখিন্তে ॥ ঐছে কত কহি করে মন্দিরে গমন । নিদ্রাভঙ্গ হৈলে তাহা করিলা দর্শন ॥ শ্ৰীগোপীনাথের মালা রাখি সঙ্গোপনে । চলিলেন শ্রীমঙ্গল আরতি দর্শনে ॥ আরাত্রিক দেখি কত প্রার্থনা করিয়া । আইলেন বাস অতি উল্লাস হইয় ॥ শ্ৰীনরোত্তম-বিলাস । :לכ রজনী প্রভাতকালে অতি সুভক্ষণ । ঐঈশ্বরী বাসা হৈতে করিলা গমন ॥ গোস্বামী সকল আইলেন সেই ঠাঞি। ষে কিছু কহিলা তা বর্ণিতে সাধ্য নাই ॥ কথোদূর গিয়া সভে ঈশ্বরী আজ্ঞায়। বিদায় হইয় ভাসে নেত্রের ধারায় ॥ শ্ৰীজাহ্নবী ঈশ্বরী হইতে নারে স্থির। নদীর প্রবাহ প্রায় নেত্ৰে বহে নীর। কৃষ্ণদাস পণ্ডিত শ্ৰীমাধব আচাৰ্য্য। মুরারি চৈতন্ত আদি হইল অধৈৰ্য্য ॥ এ সভে কান্দয়ে আর কান্দে ব্ৰজবাসী । হইলেন স্থির সভে কথোদুর আসি। ব্ৰজবাসিগণ নিজ বাসায় চলিলা । সভাসহ শ্ৰীঈশ্বরী মথুরা আইলা ॥ সে দিবস স্থিতি করিলেন মথুরাতে। মাথুর ব্রাহ্মণ ভুঞ্জাইলা যত্নমতে । | তথা হৈতে গমন করিলা গৌড়দেশে। খেতরি গ্রামেতে আইলা কথোক দিবসে ॥ ঈশ্বরীর আগমন শুনি লোকমুখে। নরোত্তম আত্ম-বিস্মরিত হৈল সুখে ॥ রামচন্দ্র ডাকিয়া কহিল সমাচার। শুনি আগমন হৈল আনন্দ সভার ॥ চলিলেন আগুসবি গোষ্ঠীর সহিতে । থেতরি গ্রামের লোক পূমি চারিভিতে ॥ কথোদুর গিয়া দেখে অপূৰ্ব্ব গমন। পরস্পর হৈল মহা আনন্দে মিলন।