পাতা:শ্রীশ্রীনরোত্তমবিলাস.djvu/৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯২ ঐনরোত্তম-বিলাস । ভূমে লোটাইয় পড়ে ঈশ্বরী চরণে । ঈশ্বরী চৈল হর্ষ দেখি সৰ্ব্বজনে ॥ খেতরি গ্রামের লোক কৃপাদৃষ্ট কৈল । সভাসহ থেতরি গ্রামেতে প্রবেশিলা ॥ উত্তরিলা শ্ৰীঈশ্বরী পূর্বের বাসায় । হইল অনেক লোক নিযুক্ত সেবায় । শ্ৰীগোবিন্দ কবিরাজ আদি হুষমনে । উক্তরিলা পূৰ্ব্বের বাসায় সৰ্ব্বজনে ॥ বড়, গঙ্গাদাস আদি যত বিজ্ঞগণ । উত্তরল দেখি অতি অপূৰ্ব্ব নির্জন | রামচন্দ্র কবিরাজ অতি সাবধানে । লৈয়া গেল বিবিধ সামগ্ৰী স্থানে স্থানে ॥ ঈশ্বরী সমীপে খ্রীঠাকুর মহাশয় । স্নান করিবারে পুনঃ পুনঃ নিবেদয় ॥ উষ্ণ জলে শীঘ্ৰ স্নানদিক ক্রিয়া সারি । প্রসাদি মিষ্টান্ন কিছু ভুঞ্জিল ঈশ্বরী ॥ শীঘ্ৰ পীক করি কৈল প্রভূরে অর্পণ । ভূঞ্জিলেন যাতে হর্ষ হৈলা সৰ্ব্ব জন ৷ ঐছে সব্ব মল্লান্তের স্নানাদি হুইল । শ্ৰীসন্তোষ সভে নব্য বস্ত্র পরাইল ॥ . মিষ্টান্ন প্রসাদ সভে কলি! ভক্ষণ । তগা একস্থানে শীঘ্র উইল রন্ধন ॥ কৃষ্ণে সমপিয়া ভোগ পাকক গণে। সকল মঙ্গন্তে ভুঞ্জাইল চর্যমনে ॥ শ্ৰীগোবিন্দ কররাজ আদি সৰ্ব্বজন । পৃ|কক%}গণ সঙ্গ করিলা ভোজন | প্রদাদি তাম্বল সভে করিয়া ভক্ষণ । নিজ নিজ স্তানে গুইলেন আল্লক্ষণ ॥ বড়, গঙ্গাদাস আদি নিজ স্থানে গিন্ধ । কিছুকাল বিশ্রাম করিলা হর্ষ হৈয়৷ ৷ ঐঈশ্বরী কতক্ষণ বিশ্রাম করিয়া । শীঘ্র সরিলেন পুনঃ স্নানাদিক ক্রিয় ॥ নরোত্তম রামচন্দ্র সন্তোষ দি সনে । শ্ৰীঈশ্বরী পাশে আইলা উল্লসিত মনে । ঈশ্বরী আজ্ঞায় সভে আসনে বসিলা । নরোত্তম কিছু জিজ্ঞাসিতে মনে কৈলা ॥ জানিয়া মনের কথা জাহ্নবী ঈশ্বরী। বৃন্দাবন গমনাদি কহিলা বিবরি। | | | | f i | } , গোস্বামী সভার চেষ্ট মনে বিচারিতে । হৈল অধৈর্য্য ধারা বহয়ে নেত্ৰেতে ॥ কতক্ষণে স্থির হৈয়া সভা প্রবেধিল । শ্ৰীগোপীনাথের অজ্ঞা ভঙ্গীতে কহিলা ॥ যাইতে হইব শীঘ্ৰ ইহ জানাইতে । রামচন্দ্র কবিরাজ কহে যোড়হাতে ॥ এগ কথোদিন রহিবেন মনে ছিল। ম সভার অভিলাষ বিফল হইল। చిమ డా ঠাকুব মহাশয় ধীরে ধীরে কছে । দুই চারিদিনে যাত্ৰ হৈব খড়দহে ॥ ক্ষতেই নিৰ্ম্মণ প্লইলে ভাল হয় । এসকল কর্য্যেতে বিলঙ্গ কিছু নয় ॥