సికి রামচন্দ্ৰে লৈয়া ঐঠাকুর মহাশয়। দেহে স্থির করিলেন গমন সময় ॥ শ্ৰীগোবিন্দ কবিরাজ আদি কথোজনে । পাঠাইলা বুধরি পরমানন্দ মনে ॥ শ্ৰীসন্তোষে কহে কালি প্রভাতে গমন । শীঘ্ৰ করি কর গমনের আয়োজন ॥ পুজারী সকলে কহে পরম যতনে । সাবধান হবে প্ৰভু কুৈব সেবন। ঐছে সভে সৰ্ব্বকার্য্যে সাবধান কৈল । শ্ৰীনরোত্তম বিলাস । রজনী প্রভাতকালে প্রতুর অঙ্গনে । বিদায় হৈতে আইলেন সৰ্ব্বজনে । করিয়া দর্শন সভে মনের উল্লাসে । করিলেক কতেক প্রার্থনা মৃদুভাষে ॥ " পূজারী প্রসাদি মালা বস্ত্র সভে দিলা। ভূমে পড়ি প্রণমি বিদায় সভে লৈল । শ্ৰীজাহ্নবী ঈশ্বরী অধৈর্য্য দরশনে । বিদায় হইলা কিবা কহি মনে মনে ॥ করিয়া প্রণাম মালা বস্ত্র ধরি মাথে । ঐঈশ্বরী সমীপে এ সব নিবেদিলা ॥ চলিলেন সভাসহ প্রাঙ্গণ হইতে ॥ এথা শ্ৰীসম্ভোব্য রায় আদি কতজন । শ্ৰীঠাকুর মহাশয় বিদায় হইল । করিলেন শীঘ্ৰ গমনের আয়োজন ॥ নিজকৃত শ্লোক পড়ি প্রণাম করিলা ॥ শ্ৰীঈশ্বরী সঙ্গেতে দিবার যোগ্য যাহা । ঐ পরমেশ্বর দাসে সমৰ্পিলা তাহা ॥ -- তথাহি ॥ গৌরাঙ্গ বল্লবীকান্ত শ্ৰীকৃষ্ণ ব্ৰজমোহন । রাধারমণ হে রাধে রাধাকান্ত নমোহস্তুতে ॥ • যে যে সঙ্গে যাইবেন তা সভারে লৈয়া । রামচন্দ্র বিদায় ব্যাকুল হৈল হিয়া ॥ খেতরি গ্রামের লোক হইয় অস্থির। চলিলেন সঙ্গে সভে পদ্মাবতী তীর। শ্ৰীঈশ্বরী সকল লোকেরে প্রবোধিয়।। চড়িলা নৌকায় অতি অধৈৰ্য্য হইয়া ॥ ঐঠাকুর মহাশয় কহে কর্ণধারে । শীঘ্র নৌকা লইয়া চলঙ্ক পদ্মাপারে । কর্ণধার নেীক লৈয়া পদ্মাপার আইলা । এথা লোক বাকুল হইয়া গ্রামে গেলা ॥ পদ্মাবতী তীরে সভা সহিত ঈশ্বরী। স্নানাদি করির শীঘ্র আইল বুধরি। তথা যে যে নিকটে ওমের লোকগণ । ধাইয় আইল সভে করিতে দর্শন। সকল মহান্তে করি দর্শন সকলে । ধরিতে নরয়ে হিয়া ভাসে নেত্রজলে ॥
পাতা:শ্রীশ্রীনরোত্তমবিলাস.djvu/৯৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।