পাতা:শ্রীশ্রীনরোত্তমবিলাস.djvu/৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীনরোত্তম-বিলাস । > ጓ ঐভট্ট গোস্বামী করি দৃঢ় আলিঙ্গন। শ্ৰীনিবাস প্রতি কহে মধুর বচন ৷ তোমার নিকটে আমি আছি নিরন্তর। জন্মে জন্মে তুমি মোর প্রধান কিঙ্কর ॥ ঐছে কত কহি মাথে ধরিয়া চরণ । আদর্শন হইতেই হইল চেতন ॥ শ্ৰীগোপাল ভট্ট পাদপদ্ম ধ্যান করি। উঠিয়া বসিল কৃষ্ণচৈতন্ত সঙরি ॥ হইল প্রভাত সভে করি প্রতিক্রিয়া । সুরধুনী স্নানাদি করিলা হর্ষ হৈয় ॥ ত্ৰগৌরাঙ্গ দেখি দেখে ভারতীর স্থান । বিদায় হইতে হৈল ব্যাকুল পরাণ ॥ ঐছনদনে কত কহি স্থির কৈল । সভাসহ শ্ৰীঈশ্বরী জাজিগ্রামে আইলা ॥ আচাৰ্য্য ঠাকুর খণ্ডে লোক পাঠাইলা । শুনিয়া সংবাদ খণ্ডবাসী হর্ষ হৈলা ॥ জাজিগ্রামে আইলেন খ্রীরঘুনন্দন। ঐ জাহ্নবী ঈশ্বরীরে করিলা দর্শন। সভাসহ মিলনে যে উল্লাস হইল। তাহা বিস্তরিয়া এথা বর্ণিতে নারিল ॥ কতক্ষণ জাজিগ্রামে অবস্থি কৈলা । শুনিয়া ব্রজের কথা অধৈর্য্য হইলা ॥ পুনঃ সঙ্গে লৈয় আচাৰ্য্য শ্ৰীনিবাসে। ঈশ্বরী সমীপে নিবেদয়ে মৃদু ভাষে । শুনিলু সকল ইথে বিলম্ব না সহে। শীঘ্ৰ করি যাইতে হইবে খড়দহে ॥

مساب مید-سمی কালি প্রতে করিবেন খণ্ডে আগমন । আমারে যাইতে তথা হইবে এখন ॥ এত কহি প্ৰণমিল্লা শ্ৰীখণ্ডে চলিলা । প্রত্যেকে সকল মহান্তেরে নিবেদিলা ॥ শ্ৰীনিবাস আচাৰ্য্যাদি সভে সম্বোধিয় । জীরঘুনন্দন খণ্ডে আইলা হর্ষ হৈয়া। করাইলা সকল সামগ্ৰী আয়োজন । বাস পরিষ্কার করাইল সেইক্ষণ ॥ হইল প্রস্তুত সব দেখে স্থানে স্থানে । খণ্ডবাসী লোক অতি উৎকণ্ঠ দর্শনে ॥ এথা জাজিগ্রামে সভা সহিত ঈশ্বরী। ভক্ষণাদি ক্রিয়া সারিলেন শীঘ্ৰ করি। আচার্য্য করিলা গ্রন্থ পাঠক ততক্ষণ । তার পর হইল অদ্ভুত সংকীৰ্ত্তন ॥ জাজিগ্রামে সে দিন মুখের নাহি অন্ত । তাহা কি বণিব দেখিলেন ভাগ্যবন্ত ॥ রজনী প্রভাত কালে প্রাতঃক্রিয়া করি । সভাসহ ঐখণ্ডেতে আইলা ঈশ্বরী ॥ খণ্ডবাসী লোক হৈলা আনন্দে বিহ্বল । দেখিয়া শ্ৰীজাহ্নবীর চরণ যুগল । যে আনন্দ হৈল সৰ্ব্বমহান্ত দর্শনে । তাহা কি বর্ণিব যে দেখিল সেই জানে ॥ সভাসহ প্রভুর প্রাঙ্গণে শীঘ্ৰ গিয়া । প্রভুর দর্শনে উল্লাসিত হৈল হিয়া ॥ নিতানন্দ প্রভু যথা নৰ্ত্তন করিলা । প্রেমের আবেশে যথা মধু পান কৈল ।