পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণভাগবত.djvu/১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যে ব্রাহ্মণী ঠাকুবকে তন্ত্র সাধনায সহাযত কবেন, চন্দ্র নামে তাহার একজন প্রধান শিষ্য অন্টসিদ্ধাই লাভ কবিয অনেক ভৌতিক কার্য্য সম্পন্ন কবিতেন। একদিন তিনি পৰমহংসদেবের সহিত রাসমণিব দেবালযপার্শ্বস্থিত v যদু মল্লিকেব বাগানে বেডাইতে গিয প্রত্যাবর্তনের কালে বাত্রি হইয পড়ে । ঘটনা চক্রে সেই বাত্রি কৃষ্ণপক্ষীয বাত্রি থাকায, বজনীব প্রথম ভাগ তমসামঘী ছিল। দুইজনে দেবালযে ফিবিয আসিবার সময় ঠাকুব অন্ধকাবে পথ পাশ্বাস্থত খাদে পতিত হন। তাই চন্দ্র বলিলেন "দাদ। আলো ধবিব ?” বলিল মাত্র চন্দ্ৰেৰ পশ্চাদ্ভাগ হইতে এক জ্যোতিব বেখ বহির্গত হইয পথ আলোকিত কবিল, এবং সেই তালোকে উভযে পথ পাইয। দেলালযেব উদ্যানে সহজে প্রবিন্ট হইলেন । বামকুমদেল সেক্ট আলোক সাহায্যে, দেবালযেব উদ্যান মধ্যে প্রবেশ কবিলেন বটে, কিন্তু চন্দ্রকে বলিলেন "সিন্ধাই লাভ কবিতে নাই এল দেখাইতে ও নাই । সিদ্ধাষ্ট লাভে ভগবান লাভ হয ন। চন্দ্ৰ তুমি আর এরূপ আলো দেখাইও না ? কাৰণ সামান্ত বৰ্ত্তিকালোকে যে কার্যা সম্পন্ন হয় তাহাব জনা তপঃ ক্ষ্য পূর্বক অষ্টসিদ্ধাই লাভেব প্রযোজন কি ১ লাভ ভগবানে বঞ্চিত হু ওযা মাত্ৰ” । ঠাকুব কাবও ললিতেন "বিজ্ঞান বলে মানুষ যে কাৰ্য্য সাধনে সমর্থ তাহা সম্পাদনেব জন্য দেবারাবনাব প্রযোজন কি’ ? তই ঠাকুবেব ভৌতিক কাঘা প্রদর্শন অনেকেব ভাগ্যে ঘটে নষ্ট । তবে ঘটনাচক্রে যদি ঠাকুব কর্তৃক কোন আশ্চর্য ঘটনা সম্পাদিত হইয থাকে, তাহ! ভাবেব ঘোবেই হইয়া যাইত এবং তাহাতে অহংএব লেশ থাকিত না । যে মনস্বীগণ ঘনিষ্ট সম্বন্ধে ঠাকুরেব সহিত মিশিযাtছন, তিনিই, ঠাকুব যে কি ছিলেন, তাহা উপলব্ধি