পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণভাগবত.djvu/১১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চদশকল্প ] শাস্ত্রীধ্যায়নাধ্যায়- אמל আশৈশব পরিচিত তথা গদাধৱ, পল্লিবালী নারীগণ, ভাবি যেন নিজ জন , অকুষ্ঠিত ছিল সৰ্ব্বক্ষণ । ৭৭৭ নিঃসঙ্কোচে সব সনে ছিল সদালাপ, কুমারী যুবতী কিবা, প্রৌঢ় বৃদ্ধ রহে যেবা, অবাধেতে তথায় গমন । ৭৭৮ পল্লীবাসী হিত ভরে সদা নিযোজিত, সতত মধুর হাসে, সদাই প্রেম সন্তাষে, সৰ্ব্বপ্রিয় সবল হৃদয । ৭৭৯ আকুমার ব্রহ্মচারী সত্যনিষ্ঠাবান, তেজপুঞ্জসমন্বিত, রিপুদল পরাজিত, সদাচাৰী দেবতা তন্ময। ৭৮e সদানন্দ প্রেমোল্লাসে উল্লসিত মন, আচাণ্ডালে সমভাব, নরনারী একভগব, কুমারী, যুবতী, বাল, যুবা। ৭৮১ স্বকণ্ঠেতে পদাবলী অতি সুললিত, গীতে চিত আকৰ্ষিত, প্রাণ মন সমাহিত, ভক্তি উদ্দীপনকারী কিবা । ৭৮২