পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণভাগবত.djvu/১১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S е е শ্ৰীশ্রীরামকৃষ্ণভাগবত । অনুপম রূপরাশি কিবা মনোরম ৷ স্বন্দব সুঠাম কিবা, স্বতপ্ত কাঞ্চন আভা, রমলীব মন হরে লয় । ৭৮৩ সরাট বিরাট আত্মা র্যাব অন্তভুত, পূর্ণ বোধে যার বোধ, যাহাতে নাহি অবোধ, বোধাবোধ তাহতেই লয়। ৭৮৪ সর্বজীবে সমদর্শী আত্মজ্ঞানী জন, তাই সবে সম ভাবে, নব নারী কিবা জীবে, আত্মভাবে করেন দর্শন । ৭৮৫ গদাপ্রত্রে সমাদরে পল্লীবাসী জন, নিরজনে রামাগণ, করে তারে আবাহন, শুনিবাবে দেহ-তত্ত্ব গান । ৭৮৬ কেহ শুনে হয মুগ্ধ ভক্ত-পদাবলী । কেহ বা কীৰ্ত্তন গীত, শুনে হয় বিমোহিত, কেহ তৃপ্ত হয় ভজনেতে। ৭৮৭ আাধার যেমতি যার তেমতি ধারণা, যে ভাবে ভাবিত জন, আকৃষ্ট তাহার মন, মুগ্ধ যথা হরিণী সঙ্গীতে। ৭৮৮