পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণভাগবত.djvu/১১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চদশকল্প ] শাস্ত্রাধ্যায়নাধ্যায় । S ෆම් পৰিচিত সহবেতে “রাজা দিগম্বর,” প্রখর বুদ্ধির বলে, জন্মার্জিত কৰ্ম্মফলে, স্বনামেতে ধন্য মিত্রবর। ৮০১ বহু অর্থ উপাৰ্জ্জনে ধনিক প্রবর, জমিদাবী কবি ক্রয, লক্ষাধিক অণয় হয, আযে আয বৃদ্ধি নিরন্তব। ৮১২ ইংবাজি বিদ্যায তদা ছিল মুখপাত্র, বিদ্যাশিক্ষা শিখাবারে, দান ছিল অকাতরে, ছাত্রাবাস চিকিৎসা আলয। ৮•৩ সবল চরিত্রবানে ভালবাসা তার, তাই গদাধরে প্রীতি, ভালবাসিতেন অতি, ভক্তি শ্রদ্ধা ছিল মাখা তাষ । ৮৯৪ অন্দবেতে গদাক্সের প্রবেশাধিকাৰ, পূজা পর্বে নারীগণ, বহে তৃপ্ত অণুক্ষণ, জানে দেবে লয, পূজা তার। ৮•৫ ৭৯৭-৯৮ । জ্ঞানোদয়ে বাসনার লাশ হয় , তাই সিদ্ধ ব্যক্তির কৰ্ম্মফন্ধের প্রতি লক্ষ্য থাকে না । ৭৯৯। নৱ দেক ধারণ করিয়া কৰ্ম্মফল ভোগের জন্তই তাহার পূজা পাঠ। ৮•• । অজ্ঞানে অর্থাৎ দেহ-বুদ্ধি থাকিলে রিপুগণ কৰ্ম্মভোগের সহায়তা করে। ৮-১ । রাজা দিগম্বর মিত্র ঝামাপুকুরে বাস করিতেন তাহারই পৌত্র বর্তমান কুxার মন্মথনাথ মিত্র রায় বাহাদুর ।