পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণভাগবত.djvu/১৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টাদশ কল্প ] লীলাসুচনা পৰ্ব্বাধ্যায়। రి) বুধগণ শাস্ত্র মত করিলে প্রচার, অভিনব ভাষ শুনি, বিষাদিত গুণমণি, সেই বিধি গণিল অবিধি । ৯৬০ বুধগণ একবাক্যে প্রচারিলে মত, কিবামত গদাধর দেয এবে অতঃপর, শুনিতে উৎসুক। তদা বাণী । ৯৬১ শাস্ত্রের ব্যবস্থা দেব কাটে যুক্তি দিয, "জামাতা কি ত্যজ্য বয , বিকলাঙ্গ যদি হয” ) উত্থাপিল প্রশ্ন গুণমণি । ৯৬২ রাণাবে কহিল তদা দেব গদাপ্ৰল, “ববঞ্চ সেবিযা তা’য আরোগ্য ব্যবস্থা হয় . এই যুক্তি যুক্তি যুক্ত মানি”। ৯৬৩ যুক্তি পেযে চমকিত কত্রী ঠাকুরাণী, চমকিত সুধীগণ, সমবেত সভ্যজন, মানিল অভ্রান্ত যুক্তি জানি। ৯৬৪ ‘মধুর কৌশলে তদা করে উত্থাপন, "সুকৌশলী শিল্পকর, ভট্টাচার্য গদাধর . ভগ্ন পদ কবিতে যোজনা” । ৯৬৫