পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণভাগবত.djvu/৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় কল্প ] অবতারাধ্যায । So পূর্ণজ্যোতি প্রবেশিয়া মাযার জঠরে, জনমিল বুদ্ধদেব, প্রাসাদ ভিতরে। ৯৬ শাক্যসিংহ, রাজ-ভোগ ত্যজি পরিজন, ভিক্ষুবেশে অবণ্যেতে করিল গমন । ৯৭ প্রচারিযা শেষ শিক্ষা নিজ শিষ্যগণে, ত্যজিল নশ্বর দেহ বসি শালবনে ॥ ৯৮ শিবজ্যোতি প্রবেশিযা গর্ভ সমাধান, বিশিষ্ট লভিল পুত্র, শঙ্কৰ সমান । ৯৯ শঙ্কর শঙ্কবাদেশে ধৰ্ম্ম প্রচাবিল, ভগন্দর রোগে দেব দেহ সম্বরিল । ১ • o বায়ু-বিতাডিত তেজে গর্ভের সঞ্চাব, শচীদেবী প্রসবিল লিমাই কুমার। ১০১ প্রেমভক্তি বিলাইযা ভারত ভিতরে, মিশিল পুরুষোত্তমে অকুল সাগরে। ১০২ কুমাৰী মেৰীব গর্ভে শ্ৰীশু জনমিল, ঈশ্বব আদেশে প্রেম-ভক্তি প্রচাবিল। ১৯৩ জনে জনে ভ্রাতৃভাব যবে উন্মেষিল, নবেব কলুষ লযে কুশে বিদ্ধ হ’ল। ১০৪ বায়ুভবে শিবজ্যোতি জঠবে প্রবেশি, রামকৃষ্ণ জনমিল পুর্ণিমাব শশী । ১০৫ ধৰ্ম্মতত্ত্ব প্রচারিয়া ভগবতাদেশে, কণ্ঠরোগে লীলা শেষ হ'ল অবশেষে। ১০৬ ত্যাগ শিক্ষা মূলমন্ত্র নরের শোভন, ধবা অবতরি দেব করেন অপর্ণ । ১০৭ ১০৭-৮। কাঞ্চন ও কামিনী ত্যাগই ঠাকুরের প্রধান শিক্ষা, কারণ কামিনী কাঞ্চন ত্যাগ করিলেই সংসারে সকল ত্যাগ হইল। খণ্ডাবতারে জীবকে মৎপথে লইয়