পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণভাগবত.djvu/৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীশ্রীরামকৃষ্ণভাগবত। তুতীক্সকল্প । --- سس ۰ -کمیت ق ۶- ه س জন্মাধ্যায । -음>X Sr জনপদ নাতিদূরে বিস্তৃত কান্তার পারে, পল্লী-বাস অতি নিরজন । ১১৩ নাহি জন-কোলাহল সুখ শান্তি অবিরল ; সবল হৃদয়, সৰ্ব্বজন । ১১৪ কামালপুকুর নাম মৰ্বে যাহা ব্ৰজধাম ; শ্ৰীনিবাস যাহে জনমিল। ১১৫ ফল পুষ্প সুশোভিত তৰুবাজি পরিবৃত ; ক্ষেত্র শস্তে পরিপূর্ণ ছিল। ১১৬ ক্ষুদিরাম বিপ্রবর সুধী সৰ্ব্বগুণাকর ; সেইগ্রামে তাহার নিবাস । ১১৭ স্বধৰ্ম্মে সতত রত নিজ প্রয়োজন মত, – রচিযা আম্বাস কবে বাস । ১১৮ - ১১৫ । কামারপুকুর নামক গ্রাম, ভগবান শ্ৰীশ্রীরামকৃষ্ণের জন্মস্থান । ঐগ্রাম হুগলি জেলার অন্তর্গত আরামবাগ সবডিভিজনের মধ্যে অবস্থিত , পূর্বে ইহাকে জাহানাবাঙ্গ কহিত । বিষ্ণুপুর হইতে ১- ক্রোশ দক্ষিণে গেলে, কামারপুকুরে যাওয়া যায়। ১১৭ । ক্ষুদিরাম চট্টোপাধ্যায় শ্ৰীশ্ৰীঠাকুরের পিতা ও চন্দ্রমণি দেবী জননী ছিলেন।