পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণভাগবত.djvu/৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয়কল্প ] জন্মাধ্যায় । Հ3 লয়ে নিজ অমুচর ক্ষুদিরাম দ্বিজবর ; তীর্থযাত্রা করিল সুদিনে। ১২৯ বাস্থদের রঘুবীরে শাস্তিনখে নমি শিরে যাত্রা করে অভি শুভক্ষণে। ১৩e নগর নগৰী কত ভ্ৰমি পন্থ অবিরত ; নদ নদী উতরিল কত। ১৩১ পৰ্ব্বত কান্তার যত রাজ পথ অবিরত, ভ্ৰমি শেষে গয়া উপনীত। ১৩২ তীৰ্থকার্য্য সমাধিয়া পিতৃগণে পিণ্ড দিয়া ; ফন্তুকাৰ্য্য সমাধিল শেষে। ১৩৩ গযাধামে তীর্থ যত ভ্রমণ করিতে কত ; যষ্ঠ মাস কাটিল প্রবাসে। ১৩৪ একদিন নিশাশেষে, গভীর নিদ্রা আবেশে ; ক্ষুদিরাম দেখিল স্বপন। ১৩৫ শঙ্খ চক্র গদাধর যেন হেম কলেবর ; পূৰ্ণব্ৰহ্ম পতিত পাবন। ১৩৬ চতুভূজ ৰূপে হরি বালকের বেশ ধরি ; মৃদুবোলে কহিল তাহায। ১৩৭ “পুত্রকপে জনমিব তব সাধ পুরাইব ; না কহিবে এ রহস্য কা’য়” । ১৩৮ "তব সম পুত্র বরে নাহি শক্তি পালিবারে” : দ্বিজ কহে “কেন এ ছলনা” ? ১৩৯ ১৩• । ক্ষুদিরামের বাটীর সন্মুখে শাস্তিনাথ শিব প্রতিষ্ঠিত ছিল । ১৩১১৩২। সে সময় রেল গাড়ী না হওয়ায় পদব্ৰজে ক্ষুদিরাম গয়াতীর্থে গমন করেল ৷ ১৩৬-৪• । ভগবান রামকৃষ্ণ জাপন জন্ম সম্বন্ধে ইহা প্রমুখে প্রকাশ করিয়াছেন।