পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণভাগবত.djvu/৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミ8 শ্ৰীশ্ৰীবামকৃষ্ণভাগবত । কেহ বা ক্ষুধায ভুলি খেলিতেছে ধুলা খেলি ; জননীরে না করে স্মরণ। ১৬৪ দারা পুত্র প্রিযজন লযে খেলে অনুক্ষণ ; মায়া-মোহে মুগ্ধ বদ্ধ জীব। ১৬৫ ংসারে থাকিযা খেলে জননীরে নাহি ভুলে ; কৰ্ম্ম বদ্ধ যত মুক্ত জীব। ১৬৬ ভবখেলা ভুলাবারে তব আসা বারে বারে ; নরের কল্যাণে লীলাময। ১৬৭ তাই দয়া পরকাশি উদয হইলে আসি ; ক্ষুদিরাম গৃহে দয়াময় । ১৬৮ প্রোষিত ভর্তৃক যথা ক্ষুদিরাম পত্নী তথা, স্বামীব বিরহ চিন্তে সদা । ১৬৯ রুচি বাসে অভিলাষ নাহি বেশ ভূষা আশ, না বাধে কুন্তল নাবী কদা। ১৭• পতির মুৱতি হৃদে ধ্যান করে অবসাদে, তাহাতে তন্ময় চিত র্তাব । ১৭১ গৃহ কাৰ্য্য যাহা করে মন রাখি দেশান্তরে, পূজে পদ পতি দেবতার। ১৭২ একপে করিয়া বাস কেটে গেল ছয়মাস, সতত পতির চিন্তা মনে । ১৭৩ একদিন নিশা শেষে গভীর নিদ্র আবেশে, চতক্রমণি দেখিল স্বপনে। ১৭৪ সহসা সুনীলাকাশে কোটীচন্দ্র পরকাশে, উদভাসিয়া সহস্র কিরণ। ১৭৫ ১৬৭। মোহমুগ্ধ জীবকে মোহজাল হইতে উদ্ধার কারণ যুগে যুগে অবতীর্ণ হইয়া ভগবান জগতের কল্যাণ সাধন করেন।