পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণভাগবত.djvu/৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় কল্প ] জন্মাধ্যায়। *న এ সব ঘটনাবলি হেরি রহে কুতূহলি ; চন্দ্রমণি হরষ অন্তর। ২২৩ দশমাস সমাগত বসন্ত ঋতু আগত ; ফল পুষ্পে শোভে তরু বর। ২২৪ রৰি শশী গ্রহচয় ল’য়ে বুধে তুঙ্গে রয ; প্রসব বেদন উঠে যৰে। ২২৫ রঘুৰীর পূজা শেষে ভোগরাগ অবশেষে , প্রসবিল স্বকুমার তৰে। ২২৬ ২১৫ । ঠাকুরের জন্মকালে রবি, শশী ও বুধ গ্রহ রাশিচক্রের উচ্চস্থান অধিকার করায় দেবজন্ম হুচিত হইল । ২২৬ । সম্ভান জন্মিলে পিতার জন্মাশৌচ হয়। অশোঁচে দেবপূজা হয় না। পাছে বাস্তুদেবতার পূজার ব্যাঘাৎ জশ্নে সেইজন্য পূজা ও ভোগাদি শেষে রামকুক ভূমিষ্ট হয়েণ। ইহা শ্ৰীশ্ৰীমাতা নিজে কহিয়াছিলেন।