পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণভাগবত.djvu/৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুৰ্থকল্প ] বিশিষ্ট-জন্মাধ্যায়। ·IV টেকিশাল যাহে সূতিকা-আগার, জনমিল তথা এ নব কুমার, অবিভৰ্ণব সদা কত দেবতার, আতঙ্কে কম্পিত প্রসূতি সদা। ২৪৩ সদ্যোজাত শিশু টেকি উতরিল, সবার অলক্ষ্যে বিবরে পশিল, তথায সলিলে দেহ সম্মাজ্জিল, কেহ না দেখিল বালকে তদা। ২৪৪ ধাত্রী সহ ধনী সূতিকা আগারে, পশিয়া না হেরি নবীন কুমারে, প্রমাদ গণিল সভ্য অন্তবে, অধীরা জননী স্বতে না হেবি। ২৪৫ কোন ভূত প্রেত বলবিঘ্নকাৰী, অথবা প্রচণ্ড ব্রহ্মদৈত্য অরি, কিম্বা উপদেব বিমান-বিহারী, হরিল বালকে এই বিচারি। ২৪৬ প্রসূতি ভাসিল নযনেব নীরে, কহিল বীরতা যবে বিপ্রবরে, সহসা পশিল শ্রবণ বিবরে— সদ্যোজাত শিশু-রোদন-ধ্বনি। ২৪৭ যতেক বমণী ত্বরিত গমনে, টেকির বিবরে নেহাবে শযানে, হেরি শিশু নি’ল কোলে সযতনে, কর্দমাক্ত-দেহ মুছাযে ধনী। ২৪৮ ২ssTাসদ্যোজাতশিশু শ্ৰীকৃষ্ণকে লইবা যখন বহুদেব যমুনা উত্তীর্ণ হইয়া গোকুলে নন্দালয়ে রাখিতে বান, তখন ঐ শিশু তাহার হস্তচু্যত হইয়া যমুনা বারিতে নিমজ্জিত হয়েন । অত্রছলো সেইভাব প্রকাশিত হইল। Gł